সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

আইএফআইসি ব্যাংকের চার কোটি ১৫ লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
এর আগে পবিত্র রমজান মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ২২ তারিখ ইফতারের ঠিক আগে 'ওয়ান-এক্সবেট' নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সাকিবের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করা হয়, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
এর আগেও সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি 'বেট উইনার নিউজ' নামক একটি বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন। তখনো তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এবং জাতীয় দলে থাকা অবস্থায় এ ঘটনার কারণে সমালোচিত হয়েছিলেন। তার আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি।
তবে এবারের ঘটনা কিছুটা আলাদা। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যা মামলা ও চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি বিসিবির চুক্তির আওতায় নেই এবং টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেও তা করতে পারেননি।
বাংলাদেশে অবস্থান না করায় এমন বিজ্ঞাপনে কাজ করতে তার কোনো বাধা নেই, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই এ বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক।
Comments