আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে যারা খেলেছেন

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে মাঠে গড়াল আইপিএলের ১৮তম আসর। কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের শুরুটা ভালো হলো না। আইপিএলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় রাহানে এবারের মেগা নিলাম থেকে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেন। দ্বিতীয় দফায় এসেই পেয়েছেন নেতৃত্ব। এর আগে আরও পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার রেকর্ডটি অবশ্য এরপরও নিজের অধিকারে নিতে পারছেন না তিনি।
২০০৭-০৮ মৌসুমে আইপিএলের প্রথম মৌসুমেই ক্যারিয়ার শুরু করেছিলেন রাহানে। এই নিয়ে টুর্নামেন্টটিতে ১৭তম মৌসুম কাটাচ্ছেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। আইপিএলে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার রেকর্ডে ওপরের দিকেই আছেন এই ৩৬ বছর বয়সী।
মুম্বাইয়ের হয়ে ক্যারিয়ার শুরুর পর কলকাতায় নাম লেখানোর মাঝের সময়টাতে রাহানে খেলেছেন রাজস্থান রয়্যালস, বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে। এর মধ্যে সর্বোচ্চ ৭ মৌসুম খেলেছেন রাজস্থান রয়্যালসের পক্ষে। ৬ দলের হয়ে ১৮৬ ম্যাচে ৩০.৩০ গড়ে ৪৬৯৮ রান করেছেন। ৩১টি অর্ধশতকের পাশাপাশি হাঁকিয়েছেন ২টি শতকও।
রাহানে বাদে আরও ৬জন খেলোয়াড় ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তারা হলেন–পার্থিব প্যাটেল, রবিন উথাপ্পা, যুবরাজ সিং, ইশান্ত শর্মা, দিনেশ কার্তিক এবং থিসারা পেরেরা। পার্থিব প্যাটেলও ২০০৭-০৮ মৌসুম থেকে আইপিএলে খেলেছেন। ২০১৯ সাল পর্যন্ত এই উইকেটকিপার চেন্নাই সুপার কিংস, কোচি তাস্কার্স কেরালা (বিলুপ্ত), হায়দরাবাদ ডেকান চার্জার্স (বিলুপ্ত), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন।
রবিন উথাপ্পা ২০০৭-০৮ থেকে ২০২২ মৌসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পুনে ওয়ারিয়র্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো যুবরাজ সিংও ২০০৭-০৮ মৌসুমের আইপিএল থেকে শুরু করে ২০১৯ পর্ন্ত ১৩২টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
ইশান্ত শর্মাও প্রথম মৌসুম থেকে আইপিএলে খেলাদের একজন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যারিয়ার শুরু করে একে একে হায়দরাবাদ ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১০টি ম্যাচ খেলেছেন। দিনেশ কার্তিকও একই সময়ে আইপিএল খেলা শুরু করেন। এই উইকেটকিপার দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার শুরু করার পর কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। আইপিএলে মোট ২৫৭টি ম্যাচ খেলেছেন কার্তিক।
তালিকায় আছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাও। টুর্নামেন্টটির ছয়টি আসরে ভিন্ন ভিন্ন ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। দলগুলো হলো–চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টস।
রাহানে-কার্তিকদের চেয়েও বেশি দলের হয়ে আইপিএলে খেলা খেলোয়াড় আছেন আরও তিনজন। এদের মধ্যে মনিশ পাণ্ডে ৭টি, জয়দেব উনাদকাট ৮টি এবং সবচেয়ে বেশি ৯টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
মাত্র ১৮ বছর বয়সে আইপিএলের প্রথম আসরে নাম লেখানোর পর দ্বিতীয় আসরেই প্রথম ভারতীয় হিসেবে টুর্নামেন্টটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মনিশ পাণ্ডে। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও তার ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।
৩৩ বছর বয়সী জয়দেব উনাদকাট এবারের আইপিএলে দল না পেলেও ২০০৯-১০ মৌসুম থেকে টানা গত মৌসুম পর্যন্ত খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যারিয়ার শুরু করে একে একে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০৫টি ম্যাচ খেলেছেন তিনি।
আইপিএলে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ নিজের দখলে রেখেছেন। টুর্নামেন্টটির দ্বিতীয় আসর থেকে খেলা শুরু করে ২০২২ সাল পর্যন্ত ১১ মৌসুমে ৯টি দলের হয়ে খেলেছেন তিনি।
প্রথমবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর এই অজি একে একে দিল্লি ক্যাপিটালস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, পাঞ্জাব কিংস, রয়্যালস চ্যালেঞ্জারস বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৯২ ম্যাচে ২৫.১৯ গড়ে ১৫ অর্ধশতকে ২০৯১ রান করেছেন ফিঞ্চ।
Comments