আইপিএলে প্রথম ম্যাচ খেলতে পারছেন না হার্দিক

না, নতুন করে কোন কিছু করে নিষিদ্ধ হননি হার্দিক পান্ডিয়া। ঘটনা এক বছর আগের। গত বছর আইপিএলে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। যা কার্যকর হচ্ছে এবার। তার নিষিদ্ধ থাকার ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
গত বছর আইপিএলে বাজে মৌসুম পার করে মুম্বাই। শেষ ম্যাচে স্লো ওভার ওভার-রেটে নিষিদ্ধ হন পান্ডিয়া। এবার টুর্নামেন্ট শুরুর আগে এই অলরাউনার সংবাদ সম্মেলনে বললেন, 'এটি আমার নিয়ন্ত্রণের বাইরে। আমরা শেষ ওভারটি দেড় বা দুই মিনিট দেরিতে বল করেছি। সেই সময়ে আমি পরিণতি জানতাম না। এটি দুর্ভাগ্যজনক, তবে নিয়ম তাই বলে। আমাকে প্রক্রিয়া অনুসরণ করতে হবে।'
মুম্বাইর দলে অবশ্য নেতার অভাব নেই। পান্ডিয়ার আগে যিনি পাঁচটি শিরোপা এনে দিয়েছেন অধিনায়ক হিসেবে সেই রোহিত শর্মা আছেন। তবে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক আর ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্বে ফিরছেন। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমারকেই তাই পান্ডিয়ার জায়গায় এক ম্যাচের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।
ফিট না থাকায় শুরুর কয়েক ম্যাচ খেলছেন না জাসপ্রিত বুমরাহ। দলে থাকলে এই পেসারও অধিনায়কত্বের বিবেচনায় থাকতে পারতেন।
আইপিএলে এবার মুম্বাইর প্রথম ম্যাচ আরেক সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৩ মার্চ চেন্নাইতে মুখোমুখি হবে তারা। ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে আহমেদাবাদে গিয়ে খেলবে মুম্বাই। সেই ম্যাচে ফিরে আসবেন নিয়মিত অধিনায়ক হার্দিক।
Comments