ফাহমিদুল বাদ পড়ায় হতাশ বাংলাদেশের সাবেক অধিনায়ক

ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পান ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যা ছিল বেশ চমকপ্রদ। তবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প শেষে বাদ পড়েছেন এই প্রবাসী ফুটবলার। এতে হতাশ হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এক সময়ের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য।
সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহ খানেক ক্যাম্প করেন ফাহমিদুল। হামজা চৌধুরীর মতো তাকে নিয়েও ছিল বেশ প্রত্যাশা। সৌদিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার।
মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি ফাহমিদুল। সৌদি থেকেই ইতালিতে ফিরে গেছেন তিনি।
ফাহমিদুল বাদ পড়ায় হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিপ্লব ভট্টাচার্য লেখেন, 'আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।'
এভাবে বাদ পড়ায় ভবিষ্যতে ফাহমিদুলের আগ্রহ থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিপ্লব ভট্টাচার্য। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক লেখেন, 'এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়।'
এ দিকে ফাহমিদুলের বাদ পড়ার কারণ জানিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে (ফাহমিদুল) ভালও করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরও সময় প্রয়োজন।'
Comments