বাংলাদেশের পথে হামজা চৌধুরী

বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগে রোববার (১৬ মার্চ) ছিল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে নিজ দল শেফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
রোববার (১৬ মার্চ) ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে জয় পেয়েছে। এই জয়ে ৮০ পয়েন্ট নিয়ে লিডসের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে শেফিল্ড।
ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ম্যাচ শেষ করেই তিনি দ্রুত বাংলাদেশের বিমান ধরেন। আজ সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলারের।
হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার। এ বছর তিনি লোনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। ২০০৫ সালে লেস্টার সিটির যুব দলে নাম লেখানোর পর ২০১৫ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। ক্যারিয়ারে তিনি লেস্টার সিটি থেকে বিভিন্ন ক্লাবে লোনে খেলেছেন।
২০১৮ ও ২০১৯ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছিলেন হামজা। ইংল্যান্ডের যুব দলে খেলার কারণেই বাংলাদেশ জাতীয় দলে যোগ দিতে ফিফার অনুমোদন পেতে সময় লেগেছে। একসময় ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন দেখলেও সেই সম্ভাবনা ক্ষীণ হওয়ায় তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেন।
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। দেশের ফুটবলে নতুন দিগন্তের সূচনা ঘটাতে পারেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
Comments