প্রিমিয়ার লিগে এডারসনের ভিন্নধর্মী রেকর্ড

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন তিনি।
এতিহাদে শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিউক্যাসলের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে এ কীর্তিতে নাম লেখান এডারসন।
নিউক্যাসলকে বিধ্বস্ত করার শুরুটা হয়েছিল এ ব্রাজিলিয়ানের কল্যাণে। ম্যাচের তখন ১৯তম মিনিট। প্রতিপক্ষের রক্ষণভাগ অনেক ওপর দেখে, ডি-বক্সের অনেক বাইরে এসে হাওয়ায় ভাসিয়ে লম্বা শট নেন এডারসন। হেডে ক্লিয়ার করার চেষ্টা করে ব্যর্থ হন নিউক্যাসলের শেষ ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ার, আর বলের পিছু ছুটে বক্সের মুখ থেকে শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ।
আর এ গোলেই গোলরক্ষক হিসেবে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েন এডারসন। ২০১৭ সালে যোগ দেয়ার পর ইংলিশ লিগটিতে তার অ্যাসিস্ট সংখ্যা গিয়ে দাঁড়াল ৬-এ। এর মধ্যে ৩টি অ্যাসিস্ট-ই হয়েছে চলতি মৌসুমে। বাকি ৩ অ্যাসিস্ট হয়েছিল ২০১৮, ২০২১ ও ২০২২ সালে। সব মিলিয়ে ২৬৭ ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন এডারসন।
রেকর্ড গড়ে সংখ্যাটা আরও বাড়ানোর প্রত্যাশা জানিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। তিনি বলেন, 'রেকর্ডটা গড়তে পেরে আমি খুশি। আশা করি সামনে আরও (অ্যাসিস্ট) হবে।'
এর আগে ৩৭৫ ম্যাচে ৫ অ্যাসিস্ট নিয়ে রেকর্ডটি দখলে রেখেছিলেন লিডস, টটেনহ্যাম, ব্ল্যাকবার্ন ও বার্নলির হয়ে গোলবার সামলানো পল রবিনসন। সাবেক এ ইংলিশ গোলরক্ষক ২০১৭ সালে অবসরে গেছেন। ৪টি করে অ্যাসিস্ট নিয়ে তালিকার তিনে লিভারপুলের সাবেক গোলরক্ষক পেপে রেইনা আর চারে আছেন আর্সেনাল ও ম্যানসিটির সাবেক গোলরক্ষক ডেভিড সিম্যান। এ দুজনও অনেক আগে অবসরে গেছেন।
সক্রিয়দের মধ্যে ৩ অ্যাসিস্ট নিয়ে এডারসনের নিচে অবস্থান করছেন আরেক ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। লিভারপুলের হয়ে ২১৭ ম্যাচে অ্যাসিস্টগুলো করেছেন তিনি।
এদিকে প্রিমিয়ার লিগের বাইরে চ্যাম্পিয়ন্স লিগেও একটি অ্যাসিস্ট আছে এডারসনের।
Comments