গ্রীন ডেল্টা ক্রিকেট ফেস্ট বিজয়ী জিডি অ্যাসিস্ট

'গ্রীন ডেল্টা ক্রিকেট ফেস্ট'-এর তৃতীয় মৌসুমে জয়লাভ করেছে জিডি এসিস্ট। দলটি ২৮ রানে হারায় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে। ১৪ ফেব্রুয়ারি ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে এই মৌসুমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন মেহেদী এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সুজন।
খেলা শেষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি'র এডভাইজার নাসির এ চৌধুরী বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদসহ সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৃতীয় স্থান নির্ধারনী খেলায় ডিবিএইচ ৯ উইকেটে জয়লাভ করেন। তাদের প্রতিপক্ষ ছিল গ্রীন ডেল্টা ক্যাপিটাল। ম্যান অব দ্যা ম্যাচ হন রতন। এই খেলাটিও বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে সকালে অনুষ্ঠিত হয়।
প্রতিটি খেলা ছিল ১০ ওভারের।

২৪ জানুয়ারি (শুক্রবার) পর্দা উঠে এই কর্পোরেট লিগের। এই মৌসুমে গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের সকল সহযোগী প্রতিষ্ঠানের মোট ১২টি দল অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী দলগুলো হলো: Alliance Finance, BD venture limited, DBH, FinExcel, GD Assist, Green Delta Capital, Green Delta Insurance, Professional Advancement Bangladesh, Green Delta Securities, Green Delta Dragon, DHAKA JOURNAL এবং Sunlife

১২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করে গ্রুপপর্বে প্রত্যেকের জন্য দুটি করে ম্যাচ বরাদ্দ ছিল। কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় আশিয়ান সিটি ক্রিকেট গ্রাউন্ডে।
Comments