জিডি করলেন সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়া
সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল থানায় তিনি এ জিডি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।
সাম্প্রতিক সময়ে জাতীয় নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে খেলোয়াড়দের বিরোধ নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। বনিবনা না হওয়ায় সুমাইয়াসহ ১৮ জন সিনিয়র নারী ফুটবলার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেন। এ বিষয়ে বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এরই মধ্যে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সুমাইয়া তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন যে, তিনি গত কয়েকদিন ধরে একাধিকবার ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। পোস্টে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, একজন ক্রীড়াবিদ হিসেবে দেশকে পাশে পাওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি ঘটছে না।
ফেসবুক পোস্টে সুমাইয়া লেখেন, আমি সুমাইয়া, বাংলাদেশ নারী দলের একজন ফুটবলার। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থী হয়েও ফুটবল খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন দলের অংশ হতে পেরে গর্বিত। তবে এখন আমি এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি।
তিনি আরও লেখেন, আমি ফুটবল খেলেছি তরুণদের অনুপ্রাণিত করতে, যারা শুধুমাত্র পড়াশোনায় সীমাবদ্ধ থাকে। কিন্তু এখন আমি আক্ষেপ করছি, কারণ দেশের জন্য খেলেও আমরা সম্মান পাই না।
সুমাইয়া জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি নারী ফুটবলার। তিনি তার বাবা-মাকে বুঝিয়েছিলেন যে, ফুটবল খেললে দেশ তাকে সমর্থন দেবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তিনি অভিযোগ করেন, পিটার বাটলারের বিরুদ্ধে ইংরেজিতে চিঠি লিখে দেয়ার কারণে তিনি হুমকির শিকার হচ্ছেন।
নারী ফুটবলারদের অভিযোগ, কোচ পিটার বাটলার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, বডি শেমিং করেছেন। এসব বিষয়ে তারা লিখিত অভিযোগ করেন এবং সেটি ইংরেজিতে অনুবাদ করে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে জমা দেন। সেই চিঠি লেখার দায়িত্ব পালন করায় এখন সুমাইয়া লাগাতার হুমকি পাচ্ছেন।
সুমাইয়া বলেন, আমি জানি না এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কতদিন লাগবে। কিন্তু একজন ক্রীড়াবিদ হিসেবে স্বপ্ন পূরণ করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হওয়া ঠিক নয়।
এই ঘটনা নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বাফুফে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
Comments