রংপুরকে উড়িয়ে দিল খুলনা, ফাইনালে বরিশাল
পুরো আসর জুড়ে দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্স নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এসেই ধাক্কা খেলো। সোমবার বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে নাস্তানাবুদ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নুরুল হাসান সোহানের দল। দিনের অন্য ম্যাচ, যেটি ছিল কোয়ালিফায়ার-১, সেখানে চট্টগ্রাম কিংসের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এতে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে তারা।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামাটাই যেন রংপুরের ভুল সিদ্ধান্ত ছিল। খুলনার স্পিনারদের তোপের মুখে পাওয়ার প্লে-তেই ৫ উইকেট খুইয়ে বসে রংপুর, স্কোরবোর্ডে রান তখন মাত্র ১৯। এই ম্যাচের জন্য বিদেশ থেকে আগত আন্দ্রে রাসেলের মতো 'স্টার প্লেয়ার'-ও ছিলেন ফ্লপ।
নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারায় রংপুর। মাত্র ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে খুলনা। ৫৮ বল এবং ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মেহেদি মিরাজের দল।
দিনের অন্য ম্যাচে ফাইনালের টিকিট নিশ্চিত করতেই যেন মাঠে নেমেছিল বরিশাল। চট্টগ্রামের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের টপ অর্ডাররা দেখিয়েছেন নিজেদের ঝলক। তৌহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে বরিশালও ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।
আগামীকাল (বুধবার) কোয়ালিফায়ার-২ এর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও খুলনা। জয়ী দল বরিশালের বিপক্ষে ফেব্রুয়ারির ৭ তারিখ বিপিএলের ফাইনাল ম্যাচে মাঠে নামবে।
Comments