১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি
২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবে এবার বোর্ডের কড়া নির্দেশনার পর রঞ্জি ট্রফিতে আবারও ফিরছেন কোহলি। জানা গেছে, ক্রিকেটারদের দেয়া বোর্ডের ১০ নির্দেশনার মধ্যে একটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ।
ধারাবাহিক বাজে পারফর্মেন্সের কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতকে। একের পর এক ব্যর্থ সিরিজের পর এবার রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে কোহলি-রোহিতরা। এরই মধ্যে রঞ্জি ট্রফিতে খেলার কথা নিশ্চিত করেছেন—রোহিত শর্মা, শুবমান গিল, রিশভ পন্ত এবং রবীন্দ্র জাদেজা। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছেন কোহলিও।
ইএসপিএনক্রিকইনফোকে দিল্লি কোচ সরনদীপ সিং জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে খেলবে তার দল। সেই ম্যাচে কোহলি থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে ২৩ জানুয়ারি দিল্লির হয়ে রঞ্জিতে মাঠে নামবেন রিশভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।
দিল্লির হয়ে ২৩ জানুয়ারি-ই খেলতে পারতেন কোহলি। তবে কোহলি বোর্ডকে জানিয়েছেন, ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ব্যথা কমানোর ইনজেকশনও নিয়েছেন কোহলি।
ঘরের মাটিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থ ছিলেন কোহলি। কোহলি ছাড়াও এই দুই সিরিজে ব্যাট হাতে রান পাননি রোহিত শর্মা, শুবমান গিলরা। ক্রিকেটারদের শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দেয় বিসিসিআই। সে কারণে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলতেই হবে ক্রিকেটারদের।