বিজয়ের সেঞ্চুরিতে বিপিএলে নতুন ইতিহাস
বিপিএলে রোববার (১৮ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তবে দল না জেতায় কিছুটা আক্ষেপ রয়েছে বটে। শেষ ওভারে জয়ের জন্য রাজশাহীর দরকার ছিল ১৭ রান, আর বিজয়ের সেঞ্চুরির জন্য ৯ রান। হাসান মাহমুদের সেই ওভারে গুনে গুনে ৯ রানই এসেছে, আর তাতে বিজয়ের সেঞ্চুরি পূরণ হলেও দল হেরেছে ৭ রানে।
বিপিএলে এটিই এনামুল হক বিজয়ের প্রথম সেঞ্চুরি। ৫৭ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো ৯ চার ও ৫ ছক্কায়। চলতি বিপিএলে এটি সপ্তম সেঞ্চুরি। আর তাতেই কোনও এক নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও হয়ে গেলো সেই সুবাদে।
এর আগে বিপিএলের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছিল ২০১৯ সালে। সেই আসরে দেখা গিয়েছিল ৬ সেঞ্চুরি। ২০১২ সালের আসরে দেখা মিলেছিল ৪টি সেঞ্চুরির। ২০২২ এবং ২০২৩ সালেও দেখা গিয়েছিল ৪টি সেঞ্চুরি। ২০২৫ চলতি আসরের ২২তম ম্যাচে দেখা মিলেছিল ষষ্ঠ সেঞ্চুরির। আর ২৬তম ম্যাচে এসে ভাঙলো বিপিএলের আগের রেকর্ড, বিজয়ের সেঞ্চুরির সুবাদে।
বিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরিটা এসেছিল চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খানের ব্যাট থেকে। ঢাকা পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে তিনি স্পর্শ করেছিলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান করেছিলেন তিনি।
এর পরের ম্যাচেই আসরের দ্বিতীয় সেঞ্চুরিটা করেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। ইনিংসের শেষ বলে তিনি ছুঁয়েছিলেন তিন অঙ্কের ঘর।
এরপর সিলেট পর্বের প্রথম ম্যাচেই স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান রংপুর রাইডার্সের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। সেই ম্যাচে ৫৬ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ইংলিশ তারকা। আর সেই শতকের সুবাদে বিপিএল ইতিহাসে প্রথমবার দেখা মিলে টানা তিন সেঞ্চুরির।
সিলেট পর্বেই দেখা মিলে পরের দুই সেঞ্চুরির। একই ম্যাচে সেঞ্চুরির দেখা পান ঢাকা ক্যাপিটালসের বাংলাদেশি দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। সেদিনের জোড়া সেঞ্চুরিতে বিপিএল ইতিহাসের রেকর্ড বইয়ের পাতা উলট-পালট করে দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান।
চট্টগ্রাম পর্বে এসে দেখা মিলে এবারের আসরের ষষ্ঠ সেঞ্চুরির। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিদেশি ব্যাটার গ্রাহাম ক্লার্ক সেদিন ৪৮ বলে করেছিলেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি থেমেছিলেন ৫০ বলে ১০১ রানে। এরপর রোববার (১৯ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে এবারের আসরের সপ্তম সেঞ্চুরিটা আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে।
এর আগে ২০১৯ সালের আসরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছিলেন ছয় ব্যাটসম্যান- তার মধ্যে পাঁচ জনই ছিলেন বাইরের দেশের। সেই আসরে যে ছয় জন সেঞ্চুরি করেছিলেন তারা হলেন- লরি ইভান্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এভিন লুইস, এবি ডি ভিলিয়ার্স এবং তামিম ইকবাল।
সে বছরই ডিসেম্বরে শুরু হয়েছিল বিপিএলের ২০১৯-২০ আসর। সেই আসরে ২১ ডিসেম্বর আন্দ্রে ফ্লেচার সেঞ্চুরি করেছিলেন। তার ঠিক তিন দিন পর ২৪ ডিসেম্বর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দাভিদ মালান।
সব মিলিয়ে ২০১৯ সালে সেঞ্চুরি এসেছিল মোট ৮টি। চলতি বিপিএলে এখন পর্যন্ত বাকি আছে আরও ২০ ম্যাচ। এই ২০ ম্যাচে এক বছরের ৮ সেঞ্চুরির রেকর্ডটাও যদি ভেঙে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।