খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি থাকা বিষয়ে যা জানাল রাজশাহী
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল সকাল ১০টা থেকে অনুশীলনের কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে সকাল পৌনে ১১টার দিকে দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুশীলন বাতিল করা হয়েছে। তবে ক্রিকেটাররা জানান ভিন্ন কথা, মূলত পারিশ্রমিক না দেয়ায় অনুশীলনে আসেননি ক্রিকেটাররা। সেই সমস্যার সমাধানে গতকাল সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এরপর আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুশীলনে ফিরেছে রাজশাহীর খেলোয়াড়রা।
অব্যবস্থাপনার বিপিএলের সবশেষ নাটক দেখা গেল দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে। টুর্নামেন্টের ২০টি ম্যাচ শেষ হওয়ার পরও এটি টাকাও পারিশ্রমিক বুঝে পাননি রাজশাহীর খেলোয়াড়রা। যে কারণে গতকাল অনুশীলন বয়কট করে তারা।
তবে সেই সমস্যার সমাধান হয়েছে অবশেষে। আজকের মধ্যেই পারিশ্রমিকের ২৫ শতাংশ খেলোয়াড়দের হাতে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি। সাদা বলে বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান আরও জানিয়েছেন, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই আরও ২৫ শতাংশ পারিশ্রমিক বুঝে পাবেন খেলোয়াড়রা।
এদিকে পারিশ্রমিক প্রদানের প্রতিশ্রুতি প্রদানের পর আজ সকালে অনুশীলনে যোগ দিয়েছেন রাজশাহীর খেলোয়াড়রা। অধিনায়ক এনামুল হক বিজয়ও আছেন অনুশীলনে।
ঘটনার সূত্রপাত গতকাল সকালে। ক্রিকেটারদের দাবি অনুযায়ী, ১৫ জানুয়ারি তাদের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করার শেষ দিন হলেও দুই ক্রিকেটার ব্যাংকে চেক নিয়ে দেখেন অ্যাকাউন্টে টাকা নেই। চেক বাউন্স হওয়ায় ক্ষোভে তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নেন।
বুধবার সন্ধ্যার আগে রাজশাহী মিডিয়া ম্যানেজার ইশতিয়াক সংবাদমাধ্যমে চেক বাউন্স করার কারণ ব্যাখ্যা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, রাজশাহীর মালিক পক্ষের আজ (১৫ জানুয়ারি) পেমেন্ট দেয়ার কথা নয়, পেমেন্ট হওয়ার কথা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তবে বিদেশি ক্রিকেটার ও কোচের ২৫ শতাংশ বেতন এক সপ্তাহ আগেই হয়ে গেছে।