ঢাকা ও সিলেট পর্ব শেষে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হওয়ার অপেক্ষায় বিপিএলের ১১তম আসর। এবারের আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ হবে।
গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বিপিএলের একাদশ আসরের। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটের খেলাও শেষ। দুই পর্বে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের পর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ফাইনাল ৭ ফেব্রুয়ারি।
ঢাকার মতো সিলেটেও রান বন্যা দেখেছে দর্শকরা। দেখেছে সেঞ্চুরি, ২০০+ স্কোরের একাধিক ইনিংস। এই পর্ব শেষে যথারীতি শীর্ষস্থানটা বরাদ্দ রংপুর রাইডার্সের জন্য। সাত ম্যাচে সাত জয়। আর সবার নিচে যথারীতি ঢাকা ক্যাপিটালস। টানা ছয় ম্যাচ হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি।
একনজরে চট্টগ্রাম পর্বের সূচি
তারিখ |
ম্যাচ |
সময় |
১৬ জানুয়ারি |
ফরচুন বরিশাল–ঢাকা ক্যাপিটালস
|
দুপুর ১.৩০টা |
১৬ জানুয়ারি |
চিটাগং কিংস–খুলনা টাইগার্স
|
|
|
সন্ধ্যা ৬.৩০টা |
১৭ জানুয়ারি |
দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স
|
|
|
দুপুর ২টা |
১৭ জানুয়ারি |
চিটাগং কিংস–রংপুর রাইডার্স
|
|
|
সন্ধ্যা ৭টা |
১৯ জানুয়ারি |
|
দুপুর ১.৩০টা |
১৯ জানুয়ারি |
দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স
|
|
|
সন্ধ্যা ৬.৩০টা |
২০ জানুয়ারি |
ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স
|
|
|
দুপুর ১.৩০টা |
২০ জানুয়ারি |
চিটাগং কিংস–দুর্বার রাজশাহী
|
|
|
সন্ধ্যা ৬.৩০টা |
২২ জানুয়ারি |
চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস
|
|
|
দুপুর ১.৩০টা |
২২ জানুয়ারি |
ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স
|
|
|
সন্ধ্যা ৬.৩০টা |
২৩ জানুয়ারি |
দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স
|
|
|
দুপুর ১.৩০টা |
২৩ জানুয়ারি |
খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স
|
|
|
সন্ধ্যা ৬.৩০টা |
Comments