তামিমকে নিয়ে বিসিবির বৈঠকে আসছে নতুন সিদ্ধান্ত
অনেকটা অভিমানে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে সেই অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও ছিলেন। কিন্তু জাতীয় দলের জার্সিতে সেভাবে আর খেলা হয়নি তার। কাগজে-কলমে এখন পর্যন্ত অবসর না নিলেও জাতীয় দল থেকে বেশ দূরেই আছেন দেশসেরা এই ওপেনার। তামিম বর্তমানে বরিশালের অধিনায়ক হিসেবে বিপিএল খেলছেন, দারুণ ছন্দেও আছেন।
এদিকে শিগগিরই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টুর্নামেন্টটিতে তামিমের খেলা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে তামিম বলছিলেন, জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য। আদৌ কি তামিম ফিরবেন, নাকি সত্যি জাতীয় দলের অধ্যায় শেষ?
বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সিলেট উড়াল দেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম খেলবেন কি খেলবেন না, সেই সিদ্ধান্ত জানতে তার সঙ্গে বসেন একটি পাঁচ তারকা হোটেলে। আগে থেকেই সিলেটে ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকার। অবসর ভেঙে বিশ্বকাপের আগে ফেরা তামিমকে আট জাতির চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া যাবে কিনা, আজই আসতে পারে সিদ্ধান্ত।
২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফেরেন ক্রিকেটে। তারপর দুটি ওয়ানডে খেললেও যাননি ওয়ানডে বিশ্বকাপ খেলতে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারকা এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আছেন তামিম। তবে তার সিদ্ধান্ত জানতেই সিলেটে এখন বিসিবি নির্বাচকরা।
আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে জানাতে হবে চ্যাম্পিয়নস ট্রফির দল। বিসিবি সূত্রের খবর, তামিমের পাশাপাশি সাকিব আল হাসানকেও চায় টিম ম্যানেজমেন্ট।