সাকিবের জন্য দুঃখ প্রকাশ করলেন আজমল
সাকিব আল হাসানের জন্য দুঃখিত সাঈদ আজমল। এমন বিদায়কে মেনে নিতে পারছেন না। চ্যাম্পিয়নস ট্রফির একক স্বত্ত্ব না পাওয়ায় ভারতের সমালোচনায় পাকিস্তানের সাবেক স্পিনার।
ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে সিলেটে এখন সাইদ আজমল। একসময়ে ওয়ানডে আর টি টোয়েন্টি র্যাংকিয়ের ১ নম্বর বোলার এখন একই সঙ্গে পাকিস্তারের স্পিন বোলিং কোচও। ক্ষোভ ঝরেছে পাকিস্তান হাইব্রিড মডেল রাজী হওয়ায়।
ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাঈদ আজমল বলেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ২০২৩ এ ভারতে গিয়ে খেলে এসেছি। এমনকী কোনো দলের আমাদের এখানে খেলতে আপত্তি নেই, অথচ ওরা রাজি হলো না। পিসিবি হাইব্রিড মডেল মেনে নেবে ভাবিনি। এভাবে খেলা আয়োজনে ক্রিকেটের আবেদন কমে যায়।
তারপরও ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট নিজ দেশে হচ্ছে ভেবে উচ্ছ্বসিত সাঈদ আজমল।
ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাঈদ আজমল আরও বলেন, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। সেটা আরো আগেই হতে পারতো। আইসিসির উচিৎ আমাদের এখানে নিয়মিত টুর্নামেন্ট করা। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আতিথেয়তায় সবাই মুগ্ধ হবে।
বোলিং এ্যাকশনের ত্রুটির জন্য সাঈদ আজমলের ক্যারিয়ার লম্বা হয়নি। পাকিস্তানী সংবাদ মাধ্যম স্টেটসমেনকে দেয়া সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন পাকিস্তানের হয়ে খেলেছেন বলেই নির্বাসনে যেতে হয়েছে ক্যারিয়ারের মধ্যগগনে। সাকিবের নিষিদ্ধ হওয়াকেও একই নিক্তিতে মাপছেন সাবেক এই স্পিন গ্রেট।
সাঈদ আজমল আরও বলেন, একজন ক্রিকেটার ১৭ বছর ধরে খেলেছে। দীর্ঘ সময় ধরে তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। হঠাৎ করে এসে তার বোলিং অপশন নিয়ে প্রশ্ন তোলার মানে কি। আমি ওর জন্য দুঃখিত। আইসিসি এবং বিগ থ্রি আসলে ভালো ক্রিকেটারদের খেলতে দিতে চায়না।
২০১৪ সালে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির নিষেধাজ্ঞার পর আর মাঠে নামা হয়নি সাঈদ আজমলের।