বার্সেলোনার কাছে বিষাক্ত ক্লোরিন মেঘ: ঘরবন্দি ১ লাখ ৬০ হাজার মানুষ

স্পেনের বার্সেলোনার কাছে একটি শিল্পগুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া বিষাক্ত ক্লোরিন গ্যাসের কারণে এক লাখ ৬০ হাজারের বেশি মানুষকে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।
শনিবার (১০ মে) ভোরে কাতালুনিয়ার উপকূলীয় শহর ভিলানোভা ই লা গেলত্রুতে একটি গুদামে আগুন লাগে। সেখানে সুইমিং পুল পরিষ্কারের রাসায়নিক পণ্য সংরক্ষিত ছিল বলে জানিয়েছে আঞ্চলিক দমকল বিভাগ।
সিভিল প্রোটেকশন সার্ভিস সামাজিক মাধ্যমে বলে, 'আপনি যদি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন, দয়া করে আপনার বাড়ি বা কর্মস্থল ছেড়ে বের হবেন না।'
নাগরিকদের জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। ঝুঁকির পরিধি বিস্তৃত হয়েছে উপকূলীয় পাঁচটি জেলা জুড়ে—ভিলানোভা ই লা গেলত্রু থেকে শুরু করে দক্ষিণে তারাগোনার কাছের গ্রাম কালাফেল পর্যন্ত।
দমকল বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক ইউনিট মোতায়েন করা হয়েছে এবং বায়ুমণ্ডলে ক্লোরিন গ্যাসের মাত্রা ও গতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অঞ্চলটির বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে এবং আশপাশের ট্রেন স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাতে কেউ দুর্ঘটনাস্থলের কাছে না যেতে পারে।
গুদামের মালিক হোর্হে ভিনুয়ালেস আলোনসো স্থানীয় রেডিও স্টেশন আরএসি১-কে বলেন, 'ক্লোরিন সাধারণত খুব সহজে জ্বলে না, কিন্তু একবার আগুন ধরে গেলে তা নেভানো অত্যন্ত কঠিন।' তিনি জানান, লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিলানোভার মেয়র খুয়ান লুইস রুইস লোপেজ স্পেনের সরকারি টেলিভিশন টিভিইকে বলেন, 'এখন আগুন নিভে গেছে। আমরা আশা করছি এই বিষাক্ত মেঘ ধীরে ধীরে ছড়িয়ে পড়া বন্ধ করবে এবং আমরা ধাপে ধাপে আরোপিত সতর্কতা তুলে নিতে পারব।
Comments