ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তি মানেনি, কাতারের স্বীকারোক্তি

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি স্বীকার করেছেন, গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, আপনারা জানেন, আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি।
মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ১৯ জানুয়ারি কার্যকর হয়। এর ফলে গাজায় যুদ্ধের প্রভাব অনেকটাই বন্ধ হয়ে যায়। এরপর ইসরায়েল ১৮ মার্চ গাজাজুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করে।
কাতারের আমির বলেন, কাতার ফিলিস্তিনি জনগণের, বিশেষ করে গাজার দুর্দশার অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃষ্টিভঙ্গি সেতুবন্ধনের চেষ্টা করবে।
এ সময় পুতিন ফিলিস্তিনি-ইসরায়েলি সংঘাততে মৃত্যুকে 'একটি ট্র্যাজেডি' বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদী সংঘাতের নিষ্পত্তি কেবল জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে হতে পারে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের নতুন আক্রমণে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১,৬৯১ জন নিহত হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৫১,০৬৫ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
Comments