দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2024/11/27/malayasia_0.jpg?itok=P1sFE_68×tamp=1732707780)
রাষ্ট্রীয় তহবিল ওয়ান এমডিবি'র অর্থ তছরুপ ও পাচার সংক্রান্ত মামলা থেকে খালাস পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহ।
বুধবার (২৭ নভেম্বর) আদালত তাদেরকে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। তাদের আইনজীবীরা জানান, কুয়ালালামপুর হাইকোর্ট প্রক্রিয়াগত বিলম্ব ও মূল নথি প্রকাশে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এ রায় দিয়েছেন।
নাজিবের আইনজীবী মুহাম্মদ ফারহান মুহাম্মাদ শফি এক টেক্সট বার্তায় বলেছেন, "আদালত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমাদের মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি এ রায়ের সিদ্ধান্ত দিয়েছেন।"
ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ান এমডিবি নামের এই রাষ্ট্রীয় তহবিলটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক তহবিলটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
৬ দশমিক ৬ বিলিয়ন রিঙ্গিত (১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার) অর্থ তছরুপ ও পাচারের অভিযোগে ২০১৮ সালে নাজিবকে এক নম্বর এবং ইরওয়ান সেরিগার আবদুল্লাহকে দ্বিতীয় আসামি করে মামলা হয় মালয়েশিয়ার নিম্ন আদালতে। ২০২০ সালে মামলার রায় ঘোষণা করেন আদালত। সেই রায়ে সেই রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিংগিত (৪৪৭ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করা হয়। ইরওয়ানকেও একই সাজা প্রদান করা হয়।
উল্লেখ্য, নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালেয়শিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Comments