পাকিস্তানে স্বর্ণের দরপতন

পাকিস্তানে স্বর্ণের দাম কমেছে। মূল্যবান ধাতুটি প্রতি তোলা দুই লাখ ১৮ হাজার এবং প্রতি ১০ গ্রাম বিক্রি হচ্ছে দুই লাখ ৭২ হাজার ৬৩৩ রুপিতে। যা শুক্রবারের তুলনায় ৮০০ ও ৬৮৬ রুপি কমেছে। শনিবার (২৩ মার্চ) অল পাকিস্তান স্বর্ণ, রত্ন এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে ৯ মার্কিন ডলার। বর্তমানে স্বর্ণের প্রতি আউন্স ৩ হাজার ২২ ডলার এবং রূপার প্রতি আউন্স ৩৩ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
অল পাকিস্তান স্বর্ণ, রত্ন এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশীয় রূপার দাম প্রতি তোলায় ৩ হাজার ৪৭৫ রুপি এবং প্রতি ১০ গ্রামে ২ হাজার ৯৭৯ রুপিতে বিক্রি হচ্ছে। ওপেন মার্কেটে স্বর্ণ এবং রূপা অ্যাসোসিয়েশন দ্বারা নির্ধারিত দামের তুলনায় ভিন্ন দামে বেচাকেনা হতে পারে বলে জানায় অ্যাসোসিয়েশন।
Comments