ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে

সপ্তাহজুড়ে টানা উত্থানের পরে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবনতায় লেনদেন হয়েছে। সেইসাথে আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সূচকের গতিতে অস্থিরতা লক্ষ্য করা গেছে। লেনদেনের প্রথম আধাঘন্টায় সূচক উর্ধ্বমুখী হলেও এরপরে সূচক নেমে যায়। এরপর বারবার ওঠানামা করে শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট ইতিবাচক থেকে লেনদেন শেষ হয়। ডিএসইএস সূচক দশমিক ৫৬ পয়েন্ট ইতিবাচক থাকে। ডিএস ৩০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়।
আগেরদিনের তুলনায় ৪১ কোটি ৫০ লাখ টাকা কমে লেনদেন হয় ৪২৯ কোটি ৬৫ লাখ টাকা। দর বেড়েছে ৫০ শতাংশ বা ১৯৫টি কোম্পানির। দরপতন হয় ১৪৭টির। অপরিবর্তিত ছিল ৫৩টির দর।
আজ বিএটিবিসি, ওয়ালটন, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, ইউনিলিভারের মতো বড় কোম্পানিগুলোর দরপতনের কারণে বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধি সত্ত্বেও ডিএস৩০ সূচক নেতিবাচক অবস্থানে চলে যায়। প্রধাণ সূচকের উত্থানও আশানুরূপ হয়নি।
খাতভিত্তিক লেনদেনে ৭৫ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৬৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লেনদেনে এ খাতের একক প্রাধাণ্য ছিল। প্রকৌশল খাতের ৪১ কোটি টাকা লেনদেন হয়।
১৩ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়ে ইস্টার্ন হাউজিং লেনদেনের শীর্ষে উঠে আসে। দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা। বীচ হ্যাচারির ১০ কোটি টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয়। এরপরের অবস্থানগুলোতে ছিল খান ব্রাদার্স পিপি, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, বিএসসি, সেন্ট্রাল ফার্মা, সিমটেক্স লেনদেনের শীর্ষে উঠে আসে।
৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ইস্টার্ন হাউজিং। এরপরের অবস্থানগুলোতে ছিল এস্কয়ার নিট, বিডি ফাইন্যান্স, এনার্জি প্যাক, হামিদ ফেব্রিক্স।
দরপতনের শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, জাহিন টেক্স, ডেল্টা স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, সেন্ট্রাল ফার্মা।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৭০ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হয় ৯ কোটি ৬৮ লাখ টাকা। লেনদেন হওয়া ১৯৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দর।
৬ কোটি ৪৭ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে এসিআই। সিএসই'র লেনদেনে একক প্রাধাণ্য ছিল কোম্পানিটির এরপরের অবস্থানগুলোতে ছিল লোভেলো, এসএস স্টিল, প্রগতি ইন্সুরেন্স, রবি, ড্রাগন সোয়েটার।
১০ শতাংশ বেড়ে প্রাইম ফাইন্যান্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে অবস্থান করে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, লোভেলো, কাট্টালি টেক্সটাইল, এনার্জি প্যাক জেনারেশন।
দরপতনের শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, ক্রাউন সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা।
Comments