ব্যাংক খাতের বৃদ্ধিতেই বাজার ইতিবাচক

উভয় পুঁজিবাজারে আজ ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। সূচক, শেয়ারদর ও লেনদেনে ইতিবাচক গতি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫ শতাংশ কোম্পানির দরবৃদ্ধির পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় ৭৫ কোটি টাকা। আজ সকালে লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপ লক্ষ করা যায়। সেইসাথে সূচক উর্ধ্বমুখী হতে থাকে। প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে যায়। তবে অল্প সময়ের মধ্যে সূচক এ অবস্থান থেকে নেমে যায়। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৯ দশমিক ৬৯ পয়েন্ট ইতিবাচক থাকতে পেরেছে। সেইসাথে ডিএসইএস সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট ইতিবাচক ছিল। ডিএসইতে লেনদেন হয় ৪১৩ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১১৩টির অপরিবর্তিত ছিল ৬৭টির দর।
৬৯ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। ব্যাংক খাতে লেনদেন ও শেয়ারের দরবৃদ্ধি বাজার ইতিবাচক করতে মূল ভূমিকা রেখেছে। এ খাতে ৫৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এরপরে বস্ত্রখাত ও ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয়। সবখাতেই দরবৃদ্ধির হার বেশি ছিল। তবে জীবন বীমা খাতে সবচেয়ে বেশি কোম্পানির দর বেড়েছে।
প্রায় ১৯ কোটি টাকা লেনদেন হয়ে গ্রামীণ ফোন লেনদেনের শীর্ষে উঠে আসে। শেয়ারটির দর বেড়েছে ২০ পয়সা। এরপরে সিটি ব্যাংকের প্রায় ১৩ কোটি টাকা লেনদেন হয়। শেয়ারটির দরপতন হয় ১০ পয়সা। রূপালী লাইফের প্রায় ১১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে বিচ হ্যাচারি, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, অগ্নি সিস্টেমস। ১০ শতাংশ করে দর বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনার্জি পাওয়ার জেনারেশন। এরপরে উঠে আসে ইফাদ অটোস, হাক্কানি পাল্প, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। দরপতনের তালিকায় ছিল মেঘনা সিমেন্ট, তাকাফুল ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, অলটেক্স, কে এন্ড কিউ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২০৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত ছিল ৩৭টির দর। লেনদেন হয় ৩ কোটি ৯৪ লাখ টাকা। সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৩১ পয়েন্ট ইতিবাচক ছিল।
১ কোটি ৩৫ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে লোভেলো আইসক্রিম। এছাড়া রবি, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বিএটিবিসি, টেকনো ড্রাগ, ব্রাক ব্যাংক লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে ইনটেক দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, ইয়াকিন পলিমার, এনার্জি পাওয়ার,এভিন্স টেক্সটাইল দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে। দরপতনে ছিল হামিদ ফ্যাব্রিক্স, ডরিন পাওয়ার, এডিএন টেলিকম, এসকে ট্রিমস, ডিবিএইচ।
Comments