দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ফাইন ফুডসের
পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডসের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয়(ইপিএস) বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের ( অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবদন অনুসারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ৩৬ পয়সা। (জুলাই-ডিসেম্বর) প্রান্তিক শেষে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সায়। যা আগের বছর একই সময়ে এসেছিল ৩৮ পয়সা। শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৬৬ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল মাত্র ১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১০ টাকা ৮১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির মুনাফা বাড়ার খবর প্রকাশিত হওয়ার আগেই শেয়ারটির দর বেড়ে গিয়েছিল। মাসের শুরুতে শেয়ারটির দর টানা তিনদিনে বেড়েছিল ৪৭ টাকা। বর্তমানে এর দরপতন চলছে। আজ কমেছে ১২ টাকার বেশি। বি ক্যাটাগরির শেয়ারটি বর্তমানে ২০৭ টাকায় লেনদেন হচ্ছে। শেয়ারটির দর আজ ২০৩ টাকা থেকে ২২৯ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।