নাভানা ফার্মার ভেষজ বিভাগ স্থাপনের সিদ্ধান্ত
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের অনুমোদন সাপেক্ষে কারখানা প্রাঙ্গণে একটি ভেষজ বিভাগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০,০০০ বর্গফুট এলাকাজুড়ে এই বিভাগকে সম্প্রসারিত করা হবে। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক প্রায় ২০ কোটি ৮৫ লাখ টাকা। এই অর্থ কোম্পানির অভ্যন্তরীণ এবং বহিরাগত উৎস থেকে সংগ্রহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে, কোম্পানি প্রথম বছরে প্রায় ৪০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করবে। এটি পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নাভানা ফার্মাসিউটিক্যালস ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৩ সালে ১৩ শতাংশ ও ২০২৪ সালে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আজ সবশেষ বেলা ১টা ১৫ মিনিটে শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বেড়ে ৪৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।