বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধিতেও সূচক নেতিবাচক
পুঁজিবাজারে আজ মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। প্রধান সূচক ও ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ব্লু চিপ সূচক ডিএস৩০ নেতিবাচক ছিল। সামান্য ইতিবাচক ছিল শরীয়াহ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধি সত্ত্বেও সূচক নেতিবাচক ছিল। এর কারণ ছোট মূলধনি কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি। এসব কোম্পানির লেনদেন ও দরবৃদ্ধি সূচকে কোনো প্রভাব রাখতে পারেনি। যার কারণে সূচক নেতিবাচক থেকে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ৮৪টির দর। প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট, ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট নেতিবাচক ছিল। ১ দশমিক ৪০ পয়েন্ট ইতিবাচক ছিল ডিএসই শরিয়াহ সূচক। আজ ডিএসইতে প্রায় ৪৭ কোটি টাকা লেনদেন কমেছে। লেনদেন হয় ৩৫১ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনে আজ শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতে লেনদেন হয় ৫২ কোটি টাকা। এ খাতে ৮২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এরপরে প্রকৌশল খাতে লেনদেন হয় ৪৭ কোটি টাকা। দর বেড়েছে ৬৮ শতাংশ কোম্পানির।
প্রায় ১২ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি। শেয়ারটির দর বেড়েছে ১০ পয়সা। এরপরের অবস্থানগুলোতে ছিল মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, আফতাব অটো, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, ওয়াইম্যাক্স, লোভেলো, অ্যাসোসিয়েটস অক্সিজেন লিমিটেড।
প্রায় ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। এরপরের অবস্থানগুলোতে ছিল আরডি ফুড, জাহিন স্পিনিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক, কে এন্ড কিউ, ওয়ালটন, শমরিতা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও সাইফ পাওয়ার।
সোয়া সাত শতাংশ দর কমে ইউনিয়ন ক্যাপিটাল দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া প্রগতি লাইফ, আলহাজ টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস দরপতনে ছিল।
অপর শেয়ারাবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট ও সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। ১৮৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭২টির, অপরিবর্তিত ছিল ৩০টির দর। লেনদেন হয় ১১ কোটি ৬৫ লাখ টাকার।
ডেল্টা লাইফের প্রায় ছয় কোটি টাকার লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে। এছাড়া ইউসিবি, লোভেলো, মিডল্যান্ড ব্যাংক, ইবনে সিনা লেনদেনের শীর্ষ দশে অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে হামি ইন্ডাস্ট্রিজ দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া খান ব্রাদার্স পিপি, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, আরডি ফুড এ তালিকায় অবস্থান করে। দরপতনে ছিল প্রগতি লাইফ, পুবালি ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।