ডিএসই’র লেনদেনে একক প্রাধান্য জিপি’র
পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিনেও পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচকের পতন হয়েছে ৪ দশমিক ৩৫ পয়েন্ট। তবে সূচকের আরো বড় পতন ঠেকিয়েছে গ্রামীণ ফোন। আজ প্রায় ২০ পয়েন্ট সূচক ইতিবাচক ছিল গ্রামীণ ফোনের কারণে। লেনদেনে একক প্রাধান্য ছিল গ্রামীণ ফোনের। ডিএসইতে ৬০ শতাংশ কোম্পানির দরপতন হয়। দর বাড়ে মাত্র ২৩ শতাংশ বা ৯১টি কোম্পানির। অপরিবর্তিত ছিল ১৬ শতাংশের দর।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩৫ পয়েন্ট, ডিএসইএস সূচক দশমিক ৬১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হয় ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ২৭ কোটি টাকা। লেনদেনের শুরুতে বিক্রির চাপে সূচক নেমে যায় ১৪ পয়েন্ট। পরে কয়েকবার কেনার চাপ বাড়লেও শেষপর্যন্ত সূচক উর্ধ্বমুখী হতে পারেনি।
খাতভিত্তিক লেনদেনে ৪৬ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে টেলিযোগাযোগ খাত। এ খাতের বড় মূলধনি কোম্পানি গ্রামীণ ফোনের প্রায় ৩৯ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা। গতকাল জিপির শেয়ার সবশেষ লেনদেন হয় ৩৩৯ টাকা ১০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর উঠেছিল ৩৮৭ টাকায়। সর্বনিম্ন দর ২২১ টাকা। এরপরে খান ব্রাদার্স পিপির প্রায় ২২ কোটি টাকা লেনদেন হয়। দর বাড়ে ১২ টাকা ৩০ পয়সা। ফাইন ফুডসের সাড়ে ১৩ কোটি টাকা লেনদেন হলেও দরপতনে ছিল। আফতাব অটোর প্রায় ১১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৯০ পয়সা। এছাড়া অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষ দশের মধ্যে অবস্থান করে।
প্রায় ১০ শতাংশ বেড়ে মন্নু ফ্যাব্রিক্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল, খান ব্রাদার্স পিপি, রানার অটো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, মন্নু অ্যাগ্রো, তাকাফুল ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় উঠে আসে।
দরপতনের শীর্ষে ছিল পদ্মা লাইফ, জেনারেশন নেক্সট, আরএসআরএম স্টিল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনালি লাইফ।
অপর শেয়ারবাজার সিএসসিএক্স ১৯ দশমিক ৭৮ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ৯৬ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হয় ৫৪ কোটি টাকা। সিএসইতে বড় লেনদেন হয় এসিআই কোম্পানির শেয়ারের। কোম্পানিটির ৪৬ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়। সিএসইর মোট লেনদেনের ৮৬ শতাংশই ছিল এসিআই কোম্পানির দখলে। এরপরে ছিল খান ব্রাদার্স পিপি, রবি, জিপি, রূপালী লাইফ।
দরবৃদ্ধির শীর্ষে ছিল মন্নু ফ্যাব্রিক্স, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল, রিং শাইন।
দরপতনে ছিল সালভো কেমিক্যাল, পাওয়ার গ্রিড, অ্যাপেক্স ট্যানারি, তুং হাই নিটিং সুহৃদ ইন্ডাস্ট্রিজ।