উভয় বাজারে লেনদেন কমেছে ১২৩ কোটি টাকা
উভয় বাজারে আজ সূচক, শেয়ার দর, লেনদেনে ব্যাপক পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কয়টি সূচকের পতনের পাশাপাশি লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দরপতন হয়। আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে ১২০ কোটি ৫৭ লাখ টাকা। দরপতনে ছিল ৫৪ শতাংশ বা ২১৪টি কোম্পানি। বেড়েছে ১১৮টির দর। অপরিবর্তিত ছিল ৬৪টির দর।
লেনদেনের শুরুতে সূচক উর্ধ্বমুখী হলেও তা বেশিসময় স্থায়ী হয়নি। এরপরই ধীরে ধীরে নেমে যেতে থাকে সূচক। ডিএসইএক্স সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস সূচক দশমিক ৫৪ পয়েন্ট নেতিবাচক ও ডিএস৩০ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট নেতিবাচক ছিল।
খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি লেনদেন হয় ওষুধ ও রসায়ন খাতে। এ খাতে লেনদেন হয় ৪৮ কোটি টাকা। এরপরে ব্যাংক ও প্রকৌশল খাতে লেনদেন হয়। সবখাতেই দরপতনের হার বেশি ছিল। দরবৃদ্ধিতে কোন খাতের একক প্রাধান্য ছিল না। প্রায় ১৩ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ফাইন ফুডস। শেয়ারটির দরপতন হয় ১ টাকা ৯০ পয়সা। ১০ কোটি ও সাড়ে আট কোটি টাকা লেনদেন হয়ে এশিয়াটিক ল্যাব ও অগ্নি সিস্টেমস দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে উঠে আসে।
সোয়া ৮ শতাংশ দর বেড়ে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে জাহিন স্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, ডমিনোজ, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস। দরপতনে ছিল দুলামিয়া কটন, স্ট্যান্ডার্ড সিরামিক, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) একই চিত্র দেখা গেছে। সূচক পতনের পাশাপাশি লেনদেন আগেরদিনের তুলনায় কমেছে ২ কোটি ৬২ লাখ টাকা। সিএসসিএক্স সূচক ১৭ দশমিক ৫৯ পয়েন্ট, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৫৭ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হয় ৪ কোটি ১১ লাখ টাকা। এক কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করে ফাইন ফুডস। সিএসইতে শেয়ারটির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে রূপালী লাইফ, ওয়াইম্যাক্স, লোভেলো, রূপালী ব্যাংক, জিপি।
১০ শতাংশ করে বেড়ে ফাস ফাইন্যান্স, জাহিন স্পিনিং, সালভো কেমিক্যাল দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। প্রায় পৌনে দশ শতাংশ করে বেড়ে রানার অটো, তসরিফা, ইয়াকিন পলিমার, অ্যাকটিভ ফাইন, প্যাসিফিক ডেনিম এ তালিকায় উঠে আসে।
দরপতনে ছিল মনোস্পুল, জেনারেশন নেক্সট, শেফার্ড, ইস্টল্যান্ড, আরডিফুড, শার্প ইন্ডাস্ট্রিজ।