ডিএসইর তদন্তের জবাব দিল কোম্পানি
"২০০৩ কোটি টাকা ঋণ আদায়ের জন্য এস আলম কোল্ড রোল্ডের সম্পদ নিলামের মুখোমুখি" শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গত ৫ জানুয়ারী, ২০২৪ তারিখে ডিএসই তদন্ত করে।
এর জবাবে, কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, "নিয়ন্ত্রণের বাইরে থাকা অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কারনে ব্যাংক কর্তৃক ঋণপত্র খোলার ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে। যা আমাদের ব্যবসায়ে সরাসরি প্রভাব ফেলেছে। আমাদের কোম্পানির উৎপাদন, উৎপাদিত পণ্য সরবরাহ এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম বিদ্যমান স্টক দ্বারা চলমান রয়েছে। আমরা মনে করি এই ধরণের টেন্ডার বিজ্ঞপ্তির কারণে আমাদের কোন স্থাবর সম্পদ বিক্রি করা সম্ভব হচ্ছে না। আমাদের উপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। ওই ব্যাংকের এই ধরণের টেন্ডার নোটিশের জন্য, এখন ব্যাংকটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রয়োজন অনুসারে, ডিএসইকে জানানো হবে।" আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।
এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এস আলম কোল্ড রোলড স্টিলের শেয়ার দর ১০ পয়সা বেড়ে সবশেষ লেনদেন হয় ১০ টাকায়। প্রকৌশল খাতের এই কোম্পানির অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে আছে ৪০ কোটি ৭০ লাখ টাকা।
বি ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে আসে। সবশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির ইপিএস হয়েছে ২৮ পয়সা।