উভয় বাজারে সূচকের উর্ধ্বগতি
পুঁজিবাজারে আজ ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে সূচকে ইতিবাচক গতি দেখা যায়। লেনদেনও আগেরদিনের তুলনায় বেড়েছে। তবে সিএসইতে লেনদেন কমেছে। দরবৃদ্ধি ও লেনদেনের শীর্ষ তালিকায় প্রাধান্য ছিল দুর্বল কোম্পানিগুলোর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শুরু থেকেই সূচককে ধীরে ধীরে উর্ধ্বমুখী গতিতে উঠতে দেখা যায়। শেষপর্যন্ত তা অব্যাহত থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট উর্ধ্বমুখী হয়। ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট ইতিবাচক ছিল। এদিন দর বেড়েছে ৫৬ শতাংশ বা ২২৩ টি কোম্পানির। ১২ কোটি ৮৭ লাখ ৯১ হাজার শেয়ার ১লাখ ১৯ বাজার ৬৩২ বার হাতবদল হয়। লেনদেন হয় ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল ডিএসইর বাজার মূলধণ দাঁড়ায় প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকায়।
প্রায় ৬০ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত শীর্ষে থাকলেও দর বেড়েছে সবচেয়ে বেশি ওষুধ ও রসায়ন খাত, তথ্য ও প্রযুক্তি, বীমা, জীবন বীমা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে।
গত কয়েকদিন ধরে বাজারে লেনদেন ও দরবৃদ্ধিতে শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বি ক্যাটাগরির ফাইন ফুডস। আজ প্রায় ১৫ কোটি টাকার লেনদেনের পাশাপাশি শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা। কোম্পানিটি ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। শেয়ারটির দর গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এ কোম্পানির শেয়ারের এতটা দরবৃদ্ধির কোন কারণ জানা যায়নি।
প্রায় সাড়ে ১৩ কোটি টাকা লেনদেন হয় সানলাইফ ইন্সুরেন্সের। দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের সাড়ে ১২ কোটি, রবি ১২ কোটি, মিডল্যান্ড ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষ তালিকায় অবস্থান করে।
আজ দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দুর্বল কোম্পানির দৌরাত্ম্য দেখা গেছে। দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে বি ক্যাটাগরির ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। শেয়ারটির দর প্রায় ১০ শতাংশ বা ৩ টাকা ৮০পয়সা বেড়েছে। প্রথম প্রান্তিক শেষে শেয়ারটির ইপিএস নেতিবাচক অবস্থানে রয়েছে। তারপরও শেয়ারটির দরবৃদ্ধির কারণ জানা যায়নি।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি, অগ্নি সিস্টেমস বি ক্যাটাগরির। এ তালিকায় থাকা হাক্কানি পাল্প ও বিডিঅটোকার বি ক্যাটাগরির কোম্পানি। আজ দরপতনের শীর্ষে অবস্থান করে গ্লোবাল হেভি কেমিক্যাল, রিজেন্ট টেক্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, ওয়াইম্যাক্স।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও সূচক ইতিবাচক ছিল। সিএসসিএক্স সূচক সাড়ে তিন পয়েন্ট এবং সিএসপিআই সূচক ৬ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হয় ২১২ কোম্পানির। দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৩টির, অপরিবর্তিত ছিল ৩২টির দর। লেনদেন হয় সাড়ে ৮ কোটি টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৫ কোটি ১২ লাখ টাকা। সিএসইতেও সাড়ে চার কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করে ফাইন ফুডস। লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে স্কয়ার ফার্মা, রবি, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, জিপি।
সিএসইতেও দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দৌরাত্ম্য ছিল দুর্বল কোম্পানির। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এ্যাডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরপতনে ছিল ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম টেক্স, রূপালী লাইফ, ইনডেক্স অ্যাগ্রো, জিবিবি পাওয়ার, মাইডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স।