টিকটকে প্রেমের পর বিয়ে, সেফটিক ট্যাংকে মিললো গৃহবধূর লাশ

টিকটক পরিচয়ে প্রেমের পর বিয়ের ১ বছরের মধ্যেই চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী দক্ষিণে টয়লেটের পাশের সেফটিক ট্যাংকে মিললো গৃহবধূর মরদেহ। ঘটনার পর পরই পলাতক রয়েছেন স্বামী।
১২ জুলাই শনিবার দিবাগত রাতে সেফটিক ট্যাংক হতে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, একাধিক বিয়ে করা বরিশালের জামাল মিয়ার সাথে টিকটকে পরিচয় হয় মতলবের রূপালী বেগমের। এরপর প্রেম থেকে বিয়ে করেন ৫ সন্তানের এই জননী। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই পারিবারিক কলোহে রূপালীকে মরতে হলো। নিহত গৃহবধূ রূপালী বেগমের মা হচ্ছেন মরিয়ম বেগম ও পিতা হচ্ছেন কালু পাটোয়ারী।
রূপালীর মা মরিয়ম জানান, আমি মেয়েকে খুঁজে না পেয়ে রাতে দেখি টয়লেটের সেফটিক ট্যাংকের ঢাকনা খোলা। পরে সন্দেহ হলে ওটাতে উঁকি দিয়ে দেখি মরিয়ম মরে পড়ে আছে। এরপর সবাই আমার ডাক-চিৎকারে এখানে ছুটে আসে।
রূপালীর ভাই আলিমুদ্দিন জানান, আমার বোন এখানে জমি কিনে বাড়ী করে ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে বসবাস করছিলো। সপ্তাহ দু'এক আগে জামাল রূপালীর স্বর্ণ গহনা ও টাকা পয়সা নিয়ে পালালে পরে তাকে নারায়ণগঞ্জ থেকে ধরে আনা হয়। আর এর পর এখন এই ঘটনা। রূপালীর শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। আমরা ধারণা করছি জামালই রূপালীকে কুপিয়ে মেরে টাকা পয়সা স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে পালিয়েছে। আমরা জামালের কঠোর শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, আমরা ঘটনাস্থল হতে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছি। এ ঘটনার তদন্ত চলছে।
Comments