ব্যাংক খাতে বিভিন্ন অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতা রয়েছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন 'ব্যাংক খাতে আমরা অনেক দূর এগিয়েছি সন্দেহ নেই। তবে ব্যাংক তথা আর্থিক খাতের যতদূর এগোনো সম্ভব ছিল, আমরা তা পারিনি।' ব্যাংক খাতে বিভিন্ন অর্জন সত্ত্বেও আমাদের অনেক ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আহসান এইচ মনসুর।
তিনি বলেন, 'এ ব্যর্থতার দায় কোনো একক গোষ্ঠী বা একক শক্তির নয়। হয়তো সবাই নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারতাম, হয়তো ব্যত্যয় হয়েছে, হয়তো হয়নি। কিন্তু এ ব্যর্থতার আত্মবিশ্লেষণ করতে হবে।'
গভর্নর বলেন, 'কোনো প্রতিষ্ঠান এককভাবে দাঁড়ায় না, অন্যের সহযোগিতা নিয়েই দাঁড়ায়। দেশের আর্থিক খাতও তেমনই। আর্থিক খাত ছোট নয়, এর সঙ্গে ব্যাংকসহ আরো অনেক কিছু জড়িত। আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে না পারলে এ খাত খাদের কিনারায় চলে যাবে। ব্যাংক খাত বিকাশের জন্য বিআইবিএমের মতো প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিকল্প নেই।'
পরিবেশ অর্থায়নের মতো নতুন চ্যালেঞ্জিং বিষয়ে ব্যাংক খাতের আরো অবদান রাখার সুযোগ আছে মন্তব্য করে আহসান এইচ মনসুর বলেন, 'বিভিন্ন খাতে টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকে ঠিকই, কিন্তু কীভাবে এ অর্থ ব্যয় হবে, তা ব্যাংকের অনেক কর্মকর্তা জানেন না। সুতরাং এসব বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের ধারণা বাড়াতে কাজ করতে পারে বিআইবিএম। এছাড়া গ্রিন বন্ডের মতো নতুন উদ্ভাবনী চিন্তাও নিয়ে আসতে হবে।'
বিআইবিএমের মহাপরিচালক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। সঞ্চালনা করেন বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব।
বিশেষ অতিথির বক্তব্যে মাসরুর আরেফিন বলেন, 'যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক খাতেও আমাদের এগিয়ে যেতে হবে। দেশের ডিজিটাল ব্যাংকিং সেবা অগ্রসর হয়েছে। প্রতিটি ব্যাংক গ্রাহকদের ডিজিটাল সেবা দিচ্ছে। তবে ব্যাংকগুলো হয়তো ডিজিটাল ঋণ কম দিচ্ছে'। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নজর দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।