আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি থেকে
নতুন বছর ২০২৫ সালের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) উদ্বোধন করা হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। রাজধানীর অদূরে কুড়িল থেকে ১৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৯তম আসর। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫'র সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে আয়োজক সংস্থা ইপিবি এবং অংশগ্রহণকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। এখন চলছে মেলা ও স্টলগুলোর সৌন্দর্য বাড়ানোর শেষ মুহূর্তের কর্মকাণ্ড। দেশি-বিদেশি সব স্টলগুলোতে চলছে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের প্রতিনিধিরা জানিয়েছেন, মেলার স্টল বরাদ্দ পেতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু দ্রুততার সঙ্গে স্টল সাজানোর কাজ করা হচ্ছে।
ইপিবি সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের চেতনা সামনে রেখে এবারের বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। মেলায় জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে ভিন্ন ভিন্ন নামে তিনটি চত্বর বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। এবারের মেলা অপরাপর বছরগুলোর তুলনায় দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস ইপিবি কর্তৃপক্ষের।
এবারের মেলার মূল ভবনের প্রধান ফটকে থাকবে 'তারুণ্য চত্বর', মেলা প্রাঙ্গণে অবস্থিত হল বি'র পেছনে থাকবে '৩৬শে জুলাই চত্বর', এছাড়া মেলায় প্রবেশমুখের ঠিক বাম দিকে তৈরি করা হচ্ছে 'জুলাই চত্বর'। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের সম্মান জানাতে থাকবে 'শহিদ আবু সাঈদ' ও 'মীর মুগ্ধ' নামে দুটি কর্নার। নির্ধারিত সময়ে মেলা উদ্বোধনের জন্য সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন। মেলার টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চ, বাউন্ডারির কাজ চলছে।
আয়োজকরা জানিয়েছেন, এবার বাণিজ্য মেলা চত্বর জাদুঘরের আদলে নির্মাণ করা হচ্ছে। এখানে ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন ছবি, টিভি স্ক্রিনে বিভিন্ন ভিডিও, গ্রাফিতি, ব্যানার, ফেস্টুন মেলার দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রদর্শন করা হবে। বিশেষ করে বিদেশিদের মধ্যে জুলাই আন্দোলন সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টির লক্ষ্যেই এগুলো করা হচ্ছে। চত্বরে থাকবে মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন চমক। তারুণ্যের নেতৃত্বে যে ঐতিহাসিক বিজয় অর্জন হয়েছে সেসব বিষয় থাকবে এই চত্বরে। তারুণ্য চত্বরে থাকবে সামনে এগিয়ে যাওয়ার রূপরেখা। দেশের উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে উন্নত করার বিষয়টিও প্রাধান্য পাবে এই চত্বরে।
ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলার এবারের আসরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। সব মিলিয়ে স্টল থাকছে ৩৫০টি। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রফতানির বড় বাজার খোঁজার জন্য কাজ করছে ইপিবি।
গত বছরের মতো এবারও মেলায় প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা। এ বছর সশরীরে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ থাকছে। প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগের বিষয়ে ইপিবি জানিয়েছে, এরই মধ্যে ইপিবির ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই-টিকিটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন। অনলাইনের এ সেবার মাধ্যমে দর্শনার্থীরা যেখান থেকে খুশি অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। দর্শনার্থীদের সুবিধার জন্য এবারও থাকছে বিআরটিসির বাস সার্ভিস। কুড়িল ফ্লাইওভারের নীচ থেকে মেলা পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বাসগুলো চলাচল করবে।