ডিএসইতে সূচক ও লেনদেন সামান্য ইতিবাচক
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সামান্য ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। শুভ বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটির কারণে আগেরদিন লেনদেন বন্ধ থাকায় এ সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়। চলতি সপ্তাহের প্রথমদিন বাজার ইতিবাচক ছিল। মাঝে দুইদিন নেতিবাচক অবস্থানে চলে যায়। আজ সূচক ও লেনদেনে সামান্য ইতিবাচক গতি দেখা গেছে। আগেরদিনের তুলনায় লেনদেন ৬ কোটি ৪২ লাখ টাকা বেড়ে হয়েছে ২৮২ কোটি ১৯ লাখ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ১২ পয়েন্ট, ডিএসইএস সূচক ৭ দশমিক ৯৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ২৫ পয়েন্ট। দর বেড়েছে ১৮৭টি কোম্পানির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ৮১ কোম্পানির দর। আজ লেনদেনের শুরু থেকেই সূচকের গতি নিম্নমুখী ছিল। বেলা একটার পরে শেয়ার কেনার চাপ বাড়লে বাজার ধীরে ধীরে উর্ধ্বমুখী হয়। সেই সাথে সূচক উর্ধ্বমুখী হতে থাকে। শেষপর্যন্ত এই ইতিবাচক গতি অব্যাহত ছিল।
খাতভিত্তিক লেনদেনে মোটামুটি সবখাতেই শেয়ারের দর বেড়েছে। এর মধ্যে বিবিধ, বীমা, জীবন বীমা, খাদ্য এবং আনুষঙ্গিক খাত, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ খাতে তুলনামূলক বেশি দর বেড়েছে।
১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে বাজারে একক প্রাধান্য ছিল ওরিয়ন ইনফিউশনের। শেয়ারটির দর বেড়েছে এক টাকা ২০ পয়সা। এরপরের অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৯ কোটি টাকা লেনদেন হয়। এছাড়া বিএসসি, খান ব্রাদার্স পিপি, পুবালী ব্যাংক, ডমিনাস স্টিল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এ তালিকায় ছিল।
৯ দশমিক ৩২ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এইচআর টেক্স। তালিকায় অবস্থান করা অন্য কোম্পানিগুলো হচ্ছে বীকন ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, পাওয়ার গ্রিড, আল আরাফা ব্যাংক, গোল্ডেন সন, ডেসকো।
পতনের তালিকায় ছিল মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, এস আলম কোল্ড রোল্ড, বিআইএফসি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই)লেনদেনে ছিল নেতিবাচক গতি। সিএসসিএক্স সূচক ৩১ দশমিক ৫০ পয়েন্ট, সিএসপিআই সূচক ৫৪ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকা। ১৮০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির, অপরিবর্তিত ছিল ৩৮টির দর।
সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফের সাড়ে চার কোটি টাকা, ফাইন ফুডসের এক কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্স পিপির এক কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়।
সিএসইতে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে শীর্ষে উঠে আসে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। এরপরের অবস্থানগুলোতে ছিল ডেসকো, নুরানী ডায়িং এন্ড সোয়েটার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেম, লিগাসি ফুটওয়্যার। দরপতনে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ, এস আ্লম কোল্ড রোলড, বিআইএফসি, যমুনা অয়েল, আরামিট সিমেন্ট।