বরিশালে ৪ দফা দাবিতে মানববন্ধন

সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাস্তবায়ন করা সহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা ও মহানগর। শনিবার বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম উদ্যোগে বরিশাল নগরীর টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয়করণ, সকল স্তরে ও সকল পরীক্ষায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা,কওমিয়া সনদে সরকারি চাকরি ও অবসরকালীন শিক্ষকদের অবসরের সাথে সাথে অবসরের টাকা পাওয়াসহ শিক্ষকদের বিভিন্ন দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন প্রাথমিক মাধ্যমিক আলিয়া মাদ্রাসা সহ সকল স্তরে ধর্মীয় শিক্ষার বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এদেশের মানুষ ধর্মভীরু তাদের চিন্তা চেতনাকে লালন করে ধর্মীয় শিক্ষার বাস্তবায়ন করতে হবে।
জেলা শিক্ষক ফোরাম সভাপতি প্রিন্সিপাল মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান ইয়াহিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই আলিয়া শাখার উপদেষ্টা, ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক ফোরাম বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, চরমোনাই সাংগঠনিক জেলা সভাপতি মাওলানা নিজামউদ্দিন, জেলা শিক্ষক ফোরাম নেতা মাওলানা মিজানুর রহমান।
Comments