পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত

আগের দিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উভয় পুঁজিবাজারে সূচক ইতিবাচক ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক ইতিবাচক থাকার পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় সোয়া ১২ কোটি টাকা। দর বেড়েছে ৫০ শতাংশ বা ২০৩টি কোম্পানির। দরপতনে ছিল প্রায় ৩২ শতাংশ কোম্পানি। চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে দরবৃদ্ধিতে এগিয়ে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। এ খাতে প্রায় ৭৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রকৌশল ও খাদ্য ও আনুষঙ্গিক খাতও ভালো অবস্থানে ছিল। টাকার অংকে লেনদেন বেশি হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এ খাতে লেনদেন হয় মোট লেনদেনের ১৪ শতাংশ বা ৭১ কোটি টাকা। ব্যাংক খাতে লেনদেন হয় মোট লেনদেনের সাড়ে ১২ শতাংশ প্রায়।
লেনদেনের শুরুতে বাজার ধীরগতিতে উঠানামা করলেও বেলা ১টার দিকে হঠাৎ শেয়ার কেনার চাপ বাড়লে ডিএসইএক্স সূচক বেশ উপরে উঠে যায়। বেলা ১টা ১১ মিনিটে সর্বোচ্চ ৫ হাজার ২৩৭ পয়েন্টে উঠে যায়। তবে শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি। লেনদেনের শেষের আধাঘন্টায় বিক্রির চাপ বাড়তে থাকায় সূচক কিছুটা নেমে যায়। শেষ পর্যন্ত ৫ হাজার ২২৬ পয়েন্টে স্থির হয়। এছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট উর্ধ্বমুখী হয়। লেনদেন হয় ৫১২ কোটি টাকা। ২২ কোটি ৭ লাখ ১৪ হাজার ৬৪০টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৯৮১ বার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে নেতৃত্ব দেয় এশিয়াটিক ল্যাবরেটরিজ। ৩ টাকা ১০ পয়সা বেড়ে শেয়ারটি সবশেষ লেনদেন হয় ৩৪ টাকা ২০ পয়সায়। কোম্পানিটির ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোতে ছিল যথাক্রমে এনআরবি ব্যাংক, আইসিবি, ফাইন ফুডস, গ্রামীণ ফোন, ড্রাগন সোয়েটার, জেনেক্স ইনফোসিস, রবি, গোল্ডেন সন, ব্রাক ব্যাংক।
১০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে উঠে আসে ড্রাগন সোয়েটার। ৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে এস আলম কোল্ড রোলড দ্বিতীয় অবস্থানে। এরপরের অবস্থানগুলোতে ছিল দেশবন্ধু, সাইফ পাওয়ার, ফু ওয়াং ফুড, বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো, এমএল ডায়িং, তোসরিফা ও কাশেম ইন্ডাস্ট্রিজ।
দরপতনের শীর্ষে ছিল সদ্য 'জেড' ক্যাটাগরিতে নামা এমারেল্ড অয়েল। এরপরের অবস্থানগুলোতে ছিল ড্যাফোডিল কম্পিউটার্স, বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, প্রাইম টেক্স, স্ট্যান্ডার্ড সিরামিক, ফার্স্ট জনতা ব্যাংক ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।
অপরদিকে সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে। লেনদেন হয় ৫ কোটি ৩০ লাখ টাকার। দর বাড়ে ৯০টি কোম্পানির। কমে ৬৮টির, অপরিবর্তিত ছিল ৩২টির দর। সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৪ পয়েন্ট বেড়েছে। সিএসপিই বেড়েছে ৪৩ দশমিক ৪৯ পয়েন্ট। সিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট ইতিবাচক ছিল।
সিএসইতে ১০ শতাংশ দর বেড়ে শীর্ষে উঠে আসে গ্লোবাল হেভি কেমিক্যাল। এরপরের অবস্থানগুলোতে ছিল কাশেম ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার ও সিলভা ফার্মাসিউটিক্যালস। লেনদেনে নেতৃত্ব দিয়েছে ফাইন ফুডস, রবি, এনআরবি ব্যাংক, ড্রাগন সোয়েটার ও প্যারামাউন্ট টেক্সটাইল।
Comments