গ্রামীণফোনের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভূক্ত গ্রামীণফোন লিমিটেড (জিপি) ১৭০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ১৬ জুলাই গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। সেই লভ্যাংশ ইতিমধ্যে বণ্টন করা হয়েছে। তার সঙ্গে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে বিদায়ী অর্থবছরের জন্য মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। ২০২৪ সালে কোম্পানিটির মুনাফা হয়েছে ১২২ দশমিক ৭৩ শতাংশ।
গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
ঘোষণা অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, এর আগের হিসাববছরে যা হয়েছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
গত এক বছরে গ্রামীণফোনের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩৮৭ টাকা ও সর্বনিম্ন দাম ছিল ২২১
গ্রামীণফোন মূলত নগদ লভ্যাংশ দিয়ে থাকে। ২০২৩ সালে ১২৫ শতাংশ, ২০২২ সালে ২২০ শতাংশ, ২০২১ সালে ২৫০ শতাংশ ও ২০২০ সালে ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়।
Comments