‘মার্চ ফর গাজার’ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে হাটহাজারীর তৌহিদী জনতা

ইসরাইলের পণ্য বয়কটের আহবান করেছেন মেখল ইসলাম প্রচার সংস্থার সভাপতি ও হেফাজতে ইসলাম হাটহাজারীর সহসভাপতি মৌলানা আবদুল্লাহ।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে গণহত্যার শিকার মজলুম গাজাবাসীর সমর্থনে 'মার্চ ফর গাজা' অনুষ্টিত হতে যাচ্ছে ১২ এপ্রিল ঢাকায়।
চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত মেখল ইছাপুর ফয়জিয়া বাজারে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেখল ইছাপুরের সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার (১১ এপ্রিল ) বাদ আসর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহীদদের রক্তের পথ ধরেই বিজয় এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে হাজার হাজার নিরাপরাধ গাজাবাসীকে হত্যা করেছে। মূলত ইসরায়েলি বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। গাজায় তাদের হামলা রীতিমতো যুদ্ধাপরাধের শামিল। বর্বর হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় বিশ্বমুসলিমরা ঘরে বসে তামাশা দেখবে না।
মেখল ইসলাম প্রচার সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, আবদুর রহমান চৌধুরী, মাওলানা এমরান শিকদার, মোহাম্মদ জাফর মেম্বার, জিএম সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মেখলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলাম, মাওলানা আবুল কালাম, হাফেজ নজরুল ইসলাম, জসিমউদদীন মেম্বার, কাজি মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ কলিম উল্লাহ প্রমুখ নেতারা। এছাড়া মিছিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের দায়িত্বশীল, ব্যবসায়ী, শ্রমিক, ও বিভিন্ন মসজিদের মুসল্লীসহ শত শত তৌহিদী জনতার অংশগ্রহণে মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কসহ বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মৌলানা আবদুল্লাহর মুনাজাতে শেষ হয়।
Comments