ভৈরবে চাকুসহ ১ ছিনতাইকারী আটক

র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি দল ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে ভৈরব পৌরসভার রামশঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে কালিপুর মধ্যে পাড়ার মৃত ফুল মিয়ার ছেলে ছিনতাইকারী মাইন উদ্দিনকে (২৩) আটক করে। তার কাছ থেকে ১টি চায়না সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, আসামিকে আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments