ব্রাজিল নয়, তরুণ ফুটবলার তৈরির কারখানা জার্মানি

এপ্রিল ২৮, ২০১৩

german-national-teamঢাকা জার্নাল: ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে চার গোলে হেরেছিল ইংল্যান্ড আর আর্জেন্টিনা৷ ঐ দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিল বয়সে তরুণ৷ এতই তরুণ যে জার্মানি প্রথম পর্ব পেরোতে পারবে কিনা তা-ই নিয়ে আলোচনা চলছিল৷

এর পরের ঘটনা কিন্তু ইতিহাস৷ সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল জার্মানি৷ তখনই অনেকে বুঝে গিয়েছিলেন যে, জার্মান ফুটবলে পরিবর্তনের হাওয়া বইছে৷ বাকি যারা সেটা উপলব্ধি করতে চাননি তাদের এবার আর চুপ করে থাকার উপায় রাখেনি জার্মান তরুণ ফুটবলাররা৷

চ্যাম্পিয়নস লিগের নয়বারের সেরা এবং তারকা ফুটবলারে ভরা রেয়াল মাদ্রিদকে চার গোলে হারালো যে ডর্টমুন্ড তার খেলোয়াড়দের দিকে একটু তাকান৷ মাটস হুমেল, মার্কো রয়েস, মারিয়ো গ্যোটসে, মার্সেল শ্মেলৎসার, ইলকায় গুনডোয়ান, স্ভেন বেনডার৷ ২০১০ সালে তাদেরকে জার্মানির বিশ্বকাপ দলে না নেয়ার কারণটা ছিল তাঁরা বয়সে খুবই ছোট!

জার্মান ফুটবলে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ২০০২ সালে এক সিদ্ধান্ত নেয়া হয়৷ এর ফলে জার্মানির প্রথম ও দ্বিতীয় বিভাগের দলগুলোকে পূর্বশর্ত হিসেবে তরুণ ফুটবলারদের খেলাতে হয়েছে৷ এছাড়া বিভিন্ন প্রকল্পে এখন পর্যন্ত খরচ করা হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো৷

এর ফল পেতে শুরু করেছে জার্মান ফুটবল৷ বার্সেলোনার মিডফিল্ডার ও স্পেন জাতীয় দলের তারকা ফুটবলার ইনিয়েস্তা যতই বলুন, ‘স্প্যানিশ জায়ান্টদের দিন ফুরিয়ে আসছে’ বলাটা ‘অন্যায়’, তাঁর সঙ্গে সুর মেলানোর মতো লোকের দেখা পাওয়া বোধ হয় কঠিনই হবে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.