রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

মে ২, ২০২৪

রাঙামাটিতে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সাত জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙামাটি সদরের সিলেটিপাড়ার বাসিন্দা মো. নজির (৫০), বাঘাইছড়ি উপজেলার বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংথিয়ানপাড়ার তনিবালা ত্রিপুরা (৩৭)।

এ ছাড়া বাঘাইছড়ির বড়াদম গ্রামে স্বপন চাকমার দোকানে বজ্রাঘাতে সাত জন আহত হয়েছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক গ্রামে গরু নিয়ে বের হওয়ার সময় বজ্রাঘাতে বাহারজান বেগম নামে একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া সাজেকের লংথিয়ানপাড়ার তনিবালা ত্রিপুরা নামে আরেকজন বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর জানান, বজ্রাঘাতে আহত মো. নজির নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের লোকজন জানিয়েছেন নজির সকালে কাপ্তাই হ্রদে মাছ ধরার জন্য বড়শি নিয়ে বসে ছিলেন। এমন সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।