রাশিয়ার সহায়তায় তেল গ্যাস উত্তোলন করবে পেট্রোবাংলা

এপ্রিল ২৪, ২০১৩

images (1)শহিদুল ইসলাম শ্যামল, ঢাকা জার্নাল: বঙ্গোপসাগরসহ দেশের বিভিন্ন জায়গায় তেল গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং বিপনণে সার্বিক সহযোগিতা করবে রাশিয়ার বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম ইন্টারন্যাশনাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

পেট্রোবাংলার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার দু’দিন ব্যাপী এই সেমিনার শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, “গাজপ্রমের প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা এবং উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশে তেল গ্যাস উৎপাদনে অনেক দূর এগিয়ে যেতে পারব বলে বিশ্বাস করি।”

দীপু মনি বলেন, “বাংলাদেশের মুক্তি্যদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) যে আকুন্ঠ সমর্থন ও সাহস জুগিয়েছিল তার জন্য আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, এ বৎসরের জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষর করেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান ডঃ হুসাইন মনসুর বলেন, “রাশিয়ার গাজপ্রম ইন্টারন্যাশনাল এবং পেট্রোবাংলা সম্মিলিতভাবে বাংলাদেশে গ্যাস ও তেল অনুসন্ধান করবে।এতে করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে।”

সেমিনারে গাজপ্রমের উপদেষ্টা পরিচালক এডওয়ার্ড শেভচেংকো বলেন, “বাংলাদেশের ভূগর্ভে অনেক প্রাকৃ্তিক সম্পদ আছে।আমি বিশ্বাস করি রাশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি   ব্যবহার করে বাংলাদেশ এ সম্পদ আবিষ্কার করে উত্তোলন করতে পারবে।এক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি।”

রাশিয়ায় অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক বলেন, “গাজপ্রম পুরো ইউরোপে গ্যাস সরবরাহ করে থাকে।বাংলাদেশে  নতুন নতুন শিল্প কারখানায় গ্যাস সরবরাহের ব্যাপারে গাজপ্রম আমাদের সহায়তা করতে পারে।”

অনুষ্টানে আরও বক্তব্য রাখেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকো্লভ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।

ঢাকা জার্নাল, এপ্রিল ২৪, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.