রাষ্ট্রীয় সেবা বেসরকারিকরণ করছে সরকার- খালেকুজ্জামান

নভেম্বর ১৩, ২০১৫

04ঢাকা: রাষ্ট্রীয় সেবা বেসরকারিকরণ করছে সরকার এমন মন্তব্য করে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, ‘বর্তমানে টাকা যার শিক্ষা ও চিকিৎসা তার।’
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, সরকার কৃষক শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে বিশেষ মহলের ব্যক্তিদের সুযোগ সুবিধা দিয়ে তাদের আরও ধনী করছেন। বর্তমানে ক্ষমতার মালিক জনগণকে দর্শকের সারিতে বসিয়ে চলছে দলীয় সন্ত্রাস-সহিংসতা।

তিনি আরও বলেন, ক্ষমতার বৃত্তের বাইরে জনগণকে যত দূরে সরানো হচ্ছে তত দেশি- বিদেশি লুটেরারা জমজমাট হয়ে উঠছে।

বাসদের কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলু বলেন,  দেশ আজ গভীর সংকটে। সরকার উন্নয়নের কথা বলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।
তিনি বলেন, দেশে চলমান হত্যা, গুম, নারী ও শিশুসহ সকল নির্যাতন অন্য সময়ের রেকর্ড ভঙ্গ করেছে।

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন প্রমুখ।

নভেম্বর ১৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.