তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং
সৌদি আরবের জেদ্দায় সোমবার (২৫ নভেম্বর) আইপিএল নিলামের শেষ দিনে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। মোস্তাফিজ-রিশাদদের নাম নিলামে ওঠানো হলেও ওঠেনি টাইগার পেসার তাসকিনের নাম। আর সেই তাসকিন সোমবার অ্যান্টিগায় বল হাতে আগুন ঝরালেন, করলেন টেস্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিং।
অ্যান্টিগায় চলছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। সেখানে দ্বিতীয় ইনিংসে বল হাতে উজ্জ্বল তাসকিন। ক্যারিবীয়দের ১৫২ রানে ধসিয়ে দেয়ার মূল কারিগর ছিলেন তাসকিন। ৬৪ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট, যা টেস্ট ক্রিকেটে তার সেটা বোলিং ফিগার।
এরই সঙ্গে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তাসকিন। আর টেস্টে ৬ উইকেট নেয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি।
এদিকে বল হাতে তাসকিন জ্বলে উঠলেও জ্বলে ওঠেনি টাইগার ব্যাটসম্যানরা। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৯ রান। এক মিরাজের ৪৫ রান ছাড়া কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যান্টিগায় শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট।