বাড়ানো হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ
জুন পর্যন্ত বাড়লো বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ। তবে ফেব্রুয়ারিতে হোম অব ফুটবলে সাফের নারী বয়সভিত্তিক আসর করতে ইতিবাচক ক্রীড়া মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে খেলা উপযোগী হিসেবে কাজ শেষ করার লক্ষ্য, আর ফ্লাডলাইটের কাজ শেষ করার পরিকল্পনা অনূর্ধ্ব ২০ নারী সাফের আগে। আশায় বুক বেঁধে আছে বাফুফেও।
বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রতিদিনই অল্প অল্প করে নতুন রূপ পাচ্ছে। একাংশে নতুন চেয়ার বসেছে, শেডেও ঢেকে যাচ্ছে বিভিন্ন অংশ। বাকি অংশে, শেড-চেয়ার স্থাপন সব কাজই চলছে, দ্রুতবেগে।
নতুন জায়ান্ট স্ক্রিনে নাম ছিল বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে এখন শুধুই ন্যাশনাল স্টেডিয়াম। শেখ মুজিবুর রহমানের ম্যুরালও নেই। নাম পরিবর্তন অনুমেয়, তবে ক্রীড়া সচিব জানিয়েছেন, নামের সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায় থেকে।
ক্রীড়া মন্ত্রণালয় সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আমাদের উপদেষ্টামন্ডলীর যে কমিটি রয়েছে ওনারা এটার সিদ্ধান্ত নেবেন। আমরা চাচ্ছি যে, নির্দিষ্ট সময়ে গুণগত মান বজায় রেখে আমাদের স্টেডিয়ামের কাজটা সম্পন্ন করতে।
এবছরের ডিসেম্বর পর্যন্ত সংস্কার প্রকল্পের মেয়াদ থাকলেও, এরই মধ্যে তা বেড়েছে আগামী বছরের জুন পর্যন্ত। তবে বাজেট বাড়েনি। ক্রীড়া মন্ত্রণালয়ের লক্ষ্য, আগের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কাজ শেষ করা। বড় কাজের মধ্যে বাকি থাকবে শুধু ফ্লাডলাইট স্থাপন। এরই মধ্যে পুরনো লাইট খুলে ফেলা হয়েছে। মধ্য ডিসেম্বর নাগাদ নতুন লাইট স্থাপন শুরু হতে পারে। ১১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নারী সাফ অনূর্ধ্ব ২০ আসরের আগে কাজ শেষ করার আশা রাখছে মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশনও একই অপেক্ষায়।
ফুটবল ফেডারেশন নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, যেহেতু ভেন্যু এটা বলা আছে। তাই আমরা চাচ্ছিলাম যে, খেলার আগে যেন আমাদেরকে ফ্ল্যাড লাইটসহ স্টেডিয়ামটা বুঝিয়ে দেয়া হয়। কাজের যে অগ্রগতি দেখেছি এবং কন্ডাক্টরদের সঙ্গে কথা বলে জেনেছি তারা ফ্ল্যাড লাইট ছাড়া ডিসেম্বরের মধ্যে হয়ত স্টেডিয়াম বুঝিয়ে দিতে পারবে।
রেজাউল মাকছুদ জাহেদী আরও বলেন, এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরা ভিজিট করে কাজটি তরান্বিত করার জন্য পরামর্শ দিয়েছি।
তিন বছরের বেশি সময় ধরে চলা বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার শেষে হোম অব ফুটবলে সত্যিকার ফুটবলের অপেক্ষায় দেশের দর্শক।