চ্যাম্পিয়নস ট্রফির আগে নতুন কোচ আনলো পিসিবি
জেসন গিলেস্পিকে সাদা বলের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত লাল বলের কোচের উপরই ভরসা রাখার কথা ছিল পিসিবির। তবে নতুন করে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
সাবেক পাক পেসার আকিব জাভেদকে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতি দিয়েছে পিসিবি। তবে এখনই দায়িত্বে যোগ দিচ্ছেন না তিনি। আফ্রিকা সফরে থাকছেন গিলেস্পিই।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত পাকিস্তানি দলের কোচের ভূমিকায় থাকবেন আকিব। একই সঙ্গে নির্বাচক কমিটির সদস্যও থাকছেন তিনি।
যদিও অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, কোচ হতে যাচ্ছেন আকিব। হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে আসে ঘোষণা। তার মূল মিশন থাকছে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিই।
সাদা বলের দায়িত্ব থেকে সরালেও লাল বলের দায়িত্ব থাকছে গিলেস্পির কাছেই। অস্ট্রেলিয়া সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করা এই কোচ সাদা বলে থাকছেন দক্ষিণ আফ্রিকা সফরেও। অস্ট্রেলিয়ায় ২২ বছর পর ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।
অস্ট্রেলিয়া থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকরা। এটি আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে এই সফরটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলতে যাবে পাকিস্তান।
এরপর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে তারা।