ভিনিকে সম্মান করলেও তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না রদ্রি
গেল মাসে প্রকাশ পেয়েছে ব্যালন ডি'অর জয়ীর নাম। সকলেই নিশ্চিত ছিল এবারের ব্যালন ডি'অর জিততে চলেছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ব্যালন ডি'অর পুরস্কার জেতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এরপর থেকেই ভিনিকে নিয়ে নানা আলোচনা চলছে। এবার ব্যালন ডি'অর জয়ী রদ্রি মুখ খুললেন ভিনির এই পুরস্কার না জেতার ব্যাপারে। রদ্রির মতে, যোগ্য খেলোয়াড় হিসেবেই ব্যালন ডি'অর জিতেছেন তিনি।
গত মাসে ঘোষিত হয় ব্যালন ডি'অর জয়ীর নাম। তার ঘণ্টাখানেক আগে অনুষ্ঠান বয়কট করে গোটা রিয়াল দল। কারণ, নিশ্চিত জিততে যাওয়া বর্ষসেরার খেতাব থেকে বঞ্চিত হতে যাচ্ছেন ভিনিসিয়ুস। ভোটের ফলাফলে দেখা যায়, মাত্র ৪১ পয়েন্টের ব্যবধানে জিতেছেন রদ্রি। আর ভিনিসিয়ুস হন রানার্সআপ।
গত সোমবার (১১ নভেম্বর) কোপে-কে দেয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেছেন, ভিনির প্রতি সম্মান আছে তার। তবে ব্যালন ডি'অর অনুষ্ঠান সে বয়কট করেছে কিনা সেটা নিয়ে তার মাথাব্যথা নেই। এমনকি এটা নিয়ে তার কোনো খারাপও লাগেনি।
রদ্রি বলেন, '(ভিনির অনুপস্থিতিতে) আমার কেন খারাপ লাগবে? এটা ছিল পরিবারের সঙ্গে উদ্যাপনের জন্য আমার মুহূর্ত। সেখানে কারা ছিল না, কারা আসতে চায়নি—এসব বিষয় আমার ভাবনায় ছিল না।'
তবে ভিনিসিয়ুসকে সম্মান করার কথা জানিয়ে রদ্রি বলেছেন, 'লোকজনের ভোট ভালো লাগে, কারণ এটা কারও মতামত। আমি ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদকে অনেক সম্মান করি। যারা আমাকে চেনে, তারা এটা জানে।'
গত মৌসুমটা রদ্রি ও ভিনিসিয়ুস দুজনই ব্যক্তিগত ও দলগতভাবে কাটিয়েছেন দারুণ। একজন ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জেতার পর স্পেনের হয়ে চ্যাম্পিয়ন হন ইউরো ২০২৪-তে। আর ভিনিসিয়ুস রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। তার দুই ক্লাব সতীর্থ জুড বেলিংহ্যাম ও দানি কারভাহাল ভোটে হন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।
এবারের ব্যালন ডি'অরের ভোট নিয়ে বেশ আলোচনা-সমালোচনা রয়েছে বেশ। রদ্রি তো বলেই দিয়েছেন গত মৌসুমে তিনিই সবচেয়ে ধারাবাহিক ফুটবলার ছিলেন। রদ্রি এটাও বলেছেন, ভোট দেয়ার সুযোগ থাকলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে কাকে রাখতেন তিনি। রদ্রি বলেন, 'আমি কারভাহালকে দ্বিতীয় হিসেবে ভোট দিতাম। এরপর ভিনিসিউস।'