নারীদের শিরোপা জয় থেকে প্রেরণা নিচ্ছে পুরুষ দল
বাংলাদেশ নারী দলের ব্যাক টু ব্যাক সাফ শিরোপা জয় অনুপ্রেরণা জোগাচ্ছে পুরুষ ফুটবল দলকে। মালদ্বীপের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচে জয়ের লক্ষ্য ঈসা-হৃদয়দের। ম্যাচের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাওয়ায় আত্মবিশ্বাসী কোচ হাভিয়ের কাবরেরাও।
বাংলাদেশ ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে। এই দুই ম্যাচ সামনে রেখে শনিবার (২ নভেম্বর) ১৬ জন ফুটবলারকে নিয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে হাভিয়ের কাবরেরার দল। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার কারণে অনুশীলনে যোগ দেননি বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ কাজে লাগিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির আরও একটি সুযোগ বাংলাদেশের সামনে। লেবাননের বিপক্ষে ড্র আর ফিলিস্তিনের বিপক্ষে হারে র্যাঙ্কিংয়ে এগোতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। উন্নতি হলে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে তিন নম্বর পটে থাকা সহজ হতো বাংলাদেশের জন্য। তবে সে সুযোগ অবশ্য এখনও আছে। তার জন্য মালদ্বীপের বিপক্ষে ফলাফল রাখতে হবে নিজেদের পক্ষে।
ডিফেন্ডার ঈসা ফয়সাল বলেন, দুইটা ম্যাচে জিতলে পারলে আমরা তিন নম্বর পটে আসব। তাহলে এএফসি চ্যালেঞ্জ কাপে আমাদের মতো র্যাঙ্কিংয়ের দলগুলোর সঙ্গে খেলা পড়বে। আমরা সবাই এটায় ফোকাস রাখছি।
পারিবারিক কারণে নভেম্বর উইন্ডোর দুই ম্যাচের স্কোয়াডে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে এতে দলে কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের। তিনি বলেন, পরিবারের সমস্যার কারণে সে (জামাল) নাই। তার পরিবর্তে কোচ যাকে নিয়েছে, আশা করছি সেও ভালো খেলবে।
নানা জটিলতার কারণে পিছিয়েছে ফুটবলের ঘরোয়া মৌসুম। এতে খেলার মধ্যে নেই বেশিরভাগ ফুটবলাররা। মৌসুম আগে শুরু হলে দল গঠনে তা কাজে লাগতো বলে মনে করেন স্প্যানিশ কোচ। এরপরও ম্যাচের আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়ায় আত্মবিশ্বাসী কাবরেরা।
কাবরেরা বলেন, বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেয়ার আগে ৪-৫ টা সেশন পাব। সবাই যোগ দিলে আরও ৬-৭টা সেশন করতে পারব। আরও একটু সময় পেলে ভালো হত, তবে যে সময় পাচ্ছি তা যথেষ্ট মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতির জন্য। এছাড়া আমরা আরেকটা সুযোগ পেয়েছি পট তিনে যাওয়ার। আমাদের বিশ্বাস, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা পারব।
Comments