সাংবাদিক ও সাবেক ফুটবলারদের সমালোচনার মুখে ভিনি এবং রিয়াল মাদ্রিদ
ভিনিসিয়ুস এবং ব্যালন ডি অর সংক্রান্ত বিতর্ক যেন সহসাই থামছে না। ভিনিসিয়ুস জুনিয়র কেন ব্যালন ডি' অর পাচ্ছেন না শেষ সময়ে এসে, তা নিয়ে চলেছে ব্যাপক আকারের বিতর্ক। ক্লাব রিয়াল মাদ্রিদের অভিযোগ, তাদের বিপক্ষে একপ্রকার অসম্মান করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
ব্যালন বয়কটের প্রসঙ্গে এএফপিকে রিয়ালের পক্ষ থেকে বলা হয়, 'যদি নির্ধারিত মানদণ্ড অনুসারে ভিনিসিয়ুস বিজয়ী হিসেবে বিবেচিত না হন, তবে কারবাহালের বিজয়ী হওয়ার কথা। যেহেতু এমন কিছু ঘটেনি, এটা প্রমাণ করে ব্যালন ডি'অর কর্তৃপক্ষ রিয়াল মাদ্রিদকে যথাযথ সম্মান দিচ্ছে না। আর যেখানে সম্মান নেই, সেখানে রিয়াল মাদ্রিদ যায় না।'
কিন্তু রিয়াল মাদ্রিদের এমন অবস্থানের কড়া সমালোচনা করেছেন স্পেনের সাংবাদিক আলফ্রেডো রেলানো। স্পেনের সাংবাদিক হয়েও ভিনিসিয়ুসের পক্ষে ভোট দিয়েছিলেন আলফ্রেডো রেলানো। যদিও শেষ পর্যন্ত ভিনিসিয়ুস এবং রিয়াল মাদ্রিদ ব্যালন ডি' অর অনুষ্ঠান বয়কট করায় খানিক ক্ষুব্ধ হয়েছেন এই সাংবাদিক, 'একজনকে অবশ্যই শিখতে হবে কীভাবে হারতে হয়।'
মাদ্রিদের বিপক্ষে ষড়যন্ত্র হয়েছে এমন বিশ্বাস করেন না স্পেনের এই সাংবাদিক। এল দেসমার্কে পত্রিকায় দেয়া সাক্ষাতে তিনি বলেন, 'আমাদের (সাংবাদিক) একশ জন ছিল। এমন কিছু না যে আমাদের তিনজনকে এক কক্ষে ডেকে সেফেরিন (উয়েফা প্রেসিডেন্ট) বলল, "আমরা এটা করছি মাদ্রিদকে বিরক্ত করতে।" আমাকে কেউ ফোন করেনি বা কোনো নির্দেশনা দেয়নি। আমি ধারণা করছি বাকি ৯৯ জনের সঙ্গেও এমনই হয়েছে। এগুলো কেবলই মাদ্রিদের আবিষ্কার।'
এদিকে ভিনিসিয়ুসের ব্যালন ডি অরে হারের কারণ হিসেবে রেলানো সামনে এনেছেন ফেয়ার প্লে ইস্যু। স্প্যানিশ এই সাংবাদিকের ভাষ্য, 'ভিনিসিয়ুস অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার মাঝে বিতর্কে জড়িয়ে পড়ার প্রবণতা আছে।'
তিনি বলেন, 'আমাদের ভোট দেয়ার তিন মানদণ্ড দেয়া হয়েছিল। বছরজুড়ে পারফরম্যান্স এবং অসাধারণ কিছু অর্জনের দক্ষতা– যেখানে ভিনিসিয়ুস পরিষ্কারভাবেই এগিয়ে থাকবে। এরপরেই দলীয় সাফল্য। একজনের কাছে প্রিমিয়ার লিগ এবং ইউরো। আর অন্যজনের ছিল চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা। আর শেষে সহজাত দক্ষতা এবং ফেয়ার প্লে। এখানেই বিভিন্ন সময়ে ভিনিসিয়ুসের ঘাটতি দেখা গিয়েছে। সে অসাধারণ খেলোয়াড় কিন্তু তার মাঝে বিতর্কে জড়িয়ে পড়ার প্রবণতা আছে।'
এদিকে রিয়াল মাদ্রিদের কড়া সমালোচনা করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি সার্জিও আগুয়েরো। একসময়ের ম্যানচেস্টার সিটি সতীর্থ রদ্রিকেই এবারের সম্মাননার যোগ্য মনে করেন আগুয়েরো। সেই সঙ্গে কড়া সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের, 'এটা সত্যিকার অর্থেই রদ্রির প্রাপ্য। সে বিশ্বসেরা ফুটবলার। ফুটবল সবার, শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়। ওরা সবকিছুকে নিজেদের সম্পত্তি মনে করে।'