ব্যালন ডি'অর না পেয়ে যে মন্তব্য করলেন ভিনি
২০২৪ ব্যালেন ডি'অর ঘোষণার পর থেকেই গুঞ্জন রটে ফুটবলের ব্যাক্তিগত সেরা পুরস্কারটি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় সকল বিশেষজ্ঞের সম্ভাবনাতেই এগিয়েছিলেন ভিনি। তবে পুরস্কার দেয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে মোড় ঘুরে যায়।
ভিনিসিয়ুস পুরষ্কার পাচ্ছেন না দেখে অনুষ্ঠান বর্জন করে পুরো রিয়াল মাদ্রিদ। ব্যালন ডি'অর জেতেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এটা যে মানতে পারছেন না তা প্রক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার সতীর্থরাও সবাই হয়েছেন সোচ্চার। ব্যালন ডি'অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।
এদিকে রিয়াল কর্তৃপক্ষ ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়া নিয়ে কথা বললেও ভিনি নিজে ছিলেন চুপ। অবশেষে নিজের ব্যালন ডি'অর না পাওয়া নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা ও গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিয়ুস।
নিজের প্রতিক্রিয়া জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এবার ব্যালন ডি'অর না জিতে তিনি যে ভীষণ হতাশ, এক্সে দেয়া ভিনিসিয়ুসের পোস্টে ফুটে উঠেছে সেটাই। ভিনিসিয়ুস লিখেছেন, 'আমার এটা (ব্যালন ডি'অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।'