বর্ণবাদী আচরণের শিকার ইয়ামাল, তদন্তে নামছে রিয়াল
২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে আতিথেয়তা দেয় রিয়েল মাদ্রিদ। আর সেই অতিথিদের নির্মমতায় কাদে পুরো বার্নাব্যু! মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠে রীতিমতো গোল উৎসবে মাতে বার্সা। ১, ২, ৩ নয়; পুরো ৪ গোলে মাদ্রিদকে উড়িয়ে দেয় হ্যান্সি ফ্লিকের দল।
উত্তাপ ছড়ানো এই ম্যাচে বার্সার হয়ে তৃতীয় গোলটি এসেছে ১৭ বর্ষী বার্সা তারকা লামিন ইয়ামালের পা থেকে। এরপর তার সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। যা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রিয়াল, এমনটায় জানায় ইউরোপের একাধিক গণমাধ্যম।
৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ে দুর্দান্ত এক গোল করেন ইয়ামাল। এটি ছিল এল ক্ল্যাসিকোতে তার প্রথম গোল। গোলের পর নিজের দিকে নির্দেশ করে উদযাপন করতে থাকেন তরুণ তারকা। এ সময়ের ভিডিও ফুটেজে দেখা গেছে উদযাপনে বিদ্বেষমূলক আচরণের।
ইয়ামালকে নিয়ে বর্ণবাদী আচরণের অভিযোগ নিয়ে রিয়াল বিবৃতিতে জানিয়েছে, 'রিয়াল মাদ্রিদ ফুটবলে কঠোরভাবে বর্ণবাদী যেকোনো আচরণ, জেনোফোবিয়া বা সহিংসতার বিপক্ষে। বার্নাব্যুর এক কোণায় কিছু সমর্থকের এ ধরনের আচরণে গভীরভাবে অনুতপ্ত।'
'রিয়াল মাদ্রিদ এ জঘন্য এবং ঘৃণ্য অপমানের জন্য অপরাধীদের শনাক্ত ও চিহ্নিত করার জন্য একটি তদন্ত শুরু করেছে। এ তদন্তে উপযুক্ত শাস্তিমূলক এবং বিচারিক ব্যবস্থা নেয়া হবে।'