এল ক্লাসিকোর ইতিহাসের পাতায় ইয়ামালের নাম
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। বাকি দুইটি গোল আসে রাফিনিয়া ও ইয়ামালের পা থেকে। এল ক্লাসিকোতে গোল করে ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে রিয়ালকে। প্রথম দুইটি গোল আসে লেভানডোভস্কির পা থেকে। এরপর ম্যাচের ৭৭তম মিনিটে গোল করেন লামিন ইয়ামাল।
ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়ার পাস থেকে উইক ফুটে দারুণ এক জোরালো শটে গোলটি করেন ১৭ বছর বয়সি স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এই গোলের ফলে ইতিহাস গড়েন তিনি। এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলস্কোরার বনে যান বার্সার এই তারকা। মাত্র ১৭ বছর ১০৬ দিন বয়সে গোল করেন ইয়ামাল। এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক বার্সা ফুটবলার আলফোনসো নাভারোর দখলে। ১৭ বছর ৩৫৬ দিনে গোল করে রেকর্ডটি করেছিলেন নাভারো।
ইয়ামাল এরই মধ্যে লা লিগা, স্পেন জাতীয় দল, কোপা দেল রে'তে গোল করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। এবার এল ক্লাসিকোতে গোল করে আরও একটি রেকর্ডে নিজের নাম লেখালেন স্পেনের এই তারকা।
এদিকে এই হারের আগে টানা ৪২ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি রিয়াল। এ সময়ে তারা ৩১ ম্যাচে জয় ও ১১টি ম্যাচে ড্র করেছে। রিয়ালকে হারিয়ে বার্সেলোনা লিগে ৬ পয়েন্ট এগিয়ে গেল। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট বার্সার, সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ২৪ পয়েন্ট।